কলকাতায় শীতের আমেজ

শীতের আমেজ গায়ে মেখেই এখন ঘুম ভাঙছে কলকাতার। শীত আসতে অবশ্য এখনও বেশ কিছুদিন বাকি। তবে, হিমেল হাওয়া গায়ে লাগতেই শুরু হয়ে গিয়েছে শাত পোশাকের খোঁজ। হাজির ভুটিয়ারাও।

Updated By: Nov 2, 2011, 04:36 PM IST

শীতের আমেজ গায়ে মেখেই এখন ঘুম ভাঙছে কলকাতার। শীত আসতে অবশ্য এখনও বেশ কিছুদিন বাকি। তবে, হিমেল হাওয়া গায়ে লাগতেই শুরু হয়ে গিয়েছে শীত পোশাকের খোঁজ। হাজির ভুটিয়ারাও। ওয়েলিংটনে রাস্তার ধারে মঙ্গলবার থেকেই শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে গিয়েছেন ভুটিয়ারা। ক্রেতারাও ভিড় জমাতে শুরু করেছেন। অনেকেই অবশ্য এখনই কিনতে চাইছেন না। এবছর কতটা জাঁকিয়ে শীত পড়ে সেটা দেখেই সম্ভবত সারবেন কেনাকাটা।
 
অনেকটা যেন শীতের পরিযায়ী পাখি। বাতাসে হিমেল হাওয়ার পরশ লাগলেই চলে আসেন ওরাও। টানা তিন মাস কলকাতাই ওদের ঠিকানা। দেদার চলে বিকিকিনি। আবার ফেব্রুয়ারিতে যখন একটু একটু করে বিদায় নেয় শীত, তখনই আবার শুরু হয় ওদের ঘরে ফেরার পালা। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে সময়মতোই আসছে শীত। অন্তত এমনই আশ্বাস মিলেছে আবহাওয়া দফতরের তরফে। ফলে, বিক্রিও ভালো হবে বলেই আশা করছেন ভুটিয়ারা।

.