ওড়িশা-অন্ধ্রকে ৬০০ কোটির অগ্রিম, বাংলাকে ৪০০ কোটি কেন? বৈঠকে শাহকে প্রশ্ন Mamata-র
আরও একবার বঞ্চনার অভিযোগ মমতার।
নিজস্ব প্রতিবেদন: আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত। ইয়াসের মোকাবিলায় কেন্দ্রীয় 'অগ্রিম' ঘোষণা নিয়ে না-খুশ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমিত শাহকে (Amit Shah) সে কথা জানিয়েছেনও। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ''অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার চেয়ে বড় রাজ্য বাংলা। তা সত্ত্বেও কম অগ্রিম দেওয়া হচ্ছে। কেন বারবার বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে?''
সোমবার ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠক নিয়ে দুপুরে নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Mamata) বলেন,''আজ সকালে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলাকে নিয়ে বৈঠক করেছিলেন অমিত শাহ বাবু। ওই বৈঠকে ওঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্রিম টাকা দেওয়ার কথা জানিয়েছেন। সেটা রাজ্যের প্রাপ্য থেকেই দেবে। ওই টাকা আমাদের এখান থেকে তুলে নিয়ে যায়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকার উপরে। আর বাংলাকে ৪০০ কোটির মতো। আমি বৈঠকে বলেছি, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের থেকে বাংলা অনেক বড় রাজ্য। আমার কথা হচ্ছে, এত বড় রাজ্য, বেশি জেলা, জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি?''
আমপানের ক্ষয়ক্ষতি কেন্দ্রীয় দল দেখে গেলেও একটা টাকা সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''আমরা কেন আমাদের টাকা পাচ্ছি না? আগেরবারও আমপানের সময় কেন্দ্রীয় দল এল। শেষপর্যন্ত কিছুই হল না। মাছের তেলে মাছ ভাজা হল। ১০০০ কোটি টাকা অগ্রিম আমাদের টাকা থেকে দেওয়া হল। বুলবুলে পেলাম না, আমপানে পেলাম না! কোভিডেও টাকা পেলাম না। আবার আর একটা ঝড় আসছে।''
আরও পড়ুন- ওড়িশা-অন্ধ্রকে ৬০০ কোটির অগ্রিম, বাংলাকে ৪০০ কোটি কেন? বৈঠকে শাহকে প্রশ্ন Mamata-র