বেহালা বাজিকাণ্ডে মারা গেলেন আহত যুবক
বেহালা বাজিকাণ্ডে মারা গেলেন আহত যুবক চন্দন দে। সকালে চিত্তরঞ্জন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পেয়ারাবাগান এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বাপি মণ্ডলের বাড়িতে চলে ব্যাপক ভাঙচপর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী।
ওয়েব ডেস্ক: বেহালা বাজিকাণ্ডে মারা গেলেন আহত যুবক চন্দন দে। সকালে চিত্তরঞ্জন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পেয়ারাবাগান এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বাপি মণ্ডলের বাড়িতে চলে ব্যাপক ভাঙচপর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী।
বুধবার নিজের বাড়িতে তুবড়ি পোড়াচ্ছিলেন প্রহ্লাদ হালদার নামে এক যুবক। তুবড়ির ফুলকি পাশের বাড়িতে গিয়ে পড়লে, আপত্তি জানান গৃহকর্তা বাপি মণ্ডল। এ নিয়ে দুজনের মধ্যে বচসাও হয়। এরপর প্রহ্লাদের হাতে কাটারি দিয়ে আঘাত করে বাপি। প্রহ্লাদকে বাঁচাতে যান চন্দন দে নামে তার এক বন্ধু। তখন তাঁর বুকেও ছুরি বসিয়ে দেয় বাপি। রাতে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।