EXPLAINED | Kylian Mbappe Psychological Issues: এখন মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে! ফরাসি কোচের কথায় ঝড় উঠে গেল...

Is Kylian Mbappe Facing Psychological Issues: কিলিয়ান এমপাবে কি মানসিক সমস্য়ায় ভুগছেন! দিদিয়ের দেশঁর বক্তব্য়ে ঝড় উঠে গেল...  

Updated By: Nov 15, 2024, 08:50 PM IST
EXPLAINED | Kylian Mbappe Psychological Issues: এখন মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে! ফরাসি কোচের কথায় ঝড় উঠে গেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই খেলছেন। কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। দিনের আলোর মতোই তা স্পষ্ট। এমনকী ফ্রান্স উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) কোচ দিদিয়ের দেশঁ ২৩ জনের দলে অধিনায়ক এমবাপের নামই রাখেননি! এমবাপেহীন ফ্রান্স ইজরায়েলের বিরুদ্ধে।  গোলশূন্য ড্র করে মাথা নীচু করে মাঠ ছেড়েছে!

আরও পড়ুন: কোহলির অস্বস্তি অব্যাহত, চিন্তায় রাহুলের কনুইয়ের চোটও! রইল ওয়াকার সব আপডেট

এমবাপেকে কেন নেওয়া হয়নি দলে, তার কারণ সাংবাদিকদের এখনও স্পষ্ট করে বোঝাতে পারেননি ফ্রান্স কোচ। তিনি অবশ্য নিজের অবস্থান ভালো ভাবে পরিষ্কারও করেননি। আর এই কারণেই ফরাসি কোচকে বারবারই এমবাপেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ম্যাচের আগে দেশঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এমবাপে স্কোয়াডে কেন নেই। খেলার পরেও ছিল এই প্রশ্ন! দেশঁ সাংবাদিকদের জানান যে, এমবাপে শারিরীক ও মানসিক সমস্যার মধ্য়ে দিয়ে যাচ্ছেন। যে কারণেই তিনি নাকি ভালো খেলতে পারছেন না।

দেশঁ ব্রডকাস্টার টিএফওয়ানকে বলেন, 'এই কথা সত্যিই যে, এমবাপে কঠিন পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছে। সে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তার কেরিয়ারের জন্য সুখকর নয়। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নে এমবাপেকে একা থাকতে দেওয়ার কথা বলেছিলেন দেশঁ। কিন্তু কেন এমন কথা বলেছিলেন তা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি। এবার যেন কিছুটা ইঙ্গিত দিলেন তিনি। দেশঁ যোগ করেন, 'এমবাপে খেলতে চেয়েছিল যদিও। আমি মনে করি, এই মুহূর্তে ওর জন্য দলে না থাকা ভালো। জীবনে প্রত্যেককেই এক  কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এখানে শারীরিক ও মানসিক বিষয়ও আছে।

গত অক্টোবরের মাঝামাঝিতে সুইডেনে এক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে বিশ্বকাপ জয়ী সুপারস্টার এমবাপের। স্টকহোমের সেই ঘটনা আসলেই ঘটেছে কিনা, তার সত্যতা বিচারের জন্য় তদন্ত শুরুর কথাও জানিয়েছে দেশের গণমাধ্যম। তবে ওই ঘটনায় এমবাপে জড়িত নয় বলে জানিয়েছে তাঁর প্রতিনিধিরা। এই ঘটনায় নিজের ক্লাব রিয়ালকেও পাশে পেয়েছেন এমবাপে। ইজরায়েলের বিরুদ্ধে না জিতলেও খুব একটা ক্ষতি হয়নি ফ্রান্সের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট চলেই এসেছে ফরাসিদের। তবে ম্যাচটা ড্র করা উচিত হয়নি বলেই মনে করেন দেশঁ।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে PCB-র সাধ! ICC করল একেবারে ধুয়ে মুছে সাফ...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.