Bank Holidays: টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে জেনে নিন

চলতি সপ্তাহে একদিনই কর্মদিবস। ৭ দিনের মধ্যে ৬ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। গোটা এপ্রিলে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। যার মধ্যে চলতি সপ্তাহেই ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল টানা ৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । ব্যাঙ্কের ছুটি যদিও অঞ্চল বিশেষে আলাদা আলাদা হতে পারে। 

Updated By: Apr 11, 2021, 06:07 PM IST
Bank Holidays: টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহে একদিনই কর্মদিবস। ৭ দিনের মধ্যে ৬ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। গোটা এপ্রিলে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। যার মধ্যে চলতি সপ্তাহেই ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল টানা ৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । ব্যাঙ্কের ছুটি যদিও অঞ্চল বিশেষে আলাদা আলাদা হতে পারে। 

আরও পড়ুন: তরমুজ বীজের উপকারিতা জানলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত বদল করতে পারেন আপনি

১০ এপ্রিল দ্বিতীয় শনিবারের পর ১১ এপ্রিল রবিবার পড়েছে। এরপর শুধু সোমবারই খোলা ব্যাঙ্ক। বড় কাজ মেটাতে হবে সেদিনই।  

আরও পড়ুন: বহুদিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন, Covid 19- এ মৃত্যু 'মহাভারত'-এর 'ইন্দ্র'র

আরবিআই এর তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী জেনে নিন এপ্রিলে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৩ এপ্রিল মঙ্গলবার- উগাদি, তেলেগু নিউ ইয়ার, বোহাগ বিহু, গুড়ি পরবা, বৈশাখি, বিজু উৎসব। ১৪ এপ্রিল বুধবার ডা: আম্বেদকর জয়ন্তী, অশোকা দ্য গ্রেটের জন্মদিন, তামিল নিউ ইয়ার, মহা বিশুবা সংক্রান্তি, বোহাগ বিহু। ১৫ এপ্রিল বৃহস্পতিবার- হিমাচল ডে, পয়লা বৈশাখ। ১৬ এপ্রিল  শুক্রবার- বোহাগ, বিহু। ২১ এপ্রিল মঙ্গলবার- রাম নবমী, ২৪ এপ্রিল মাসের চতুর্থ শনিবার, ২৫ এপ্রিল- মহাবীর জয়ন্তী।

.