রাখী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হল

Updated By: Aug 8, 2017, 09:37 AM IST
রাখী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হল

ওয়েব ডেস্ক: পূর্ণিমাতেই গ্রহণ। রাখী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হল। রাত নটা কুড়ি মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ হয়। তবে এই দীর্ঘসময়টা খালি চোখে বোঝা যায়না। বিজ্ঞানীদের ভাষায় পিনামব্রাল এক্লিপস। তবে রাত দশটায় পর যে আংশিক গ্রহণ হয় তা খালি চোখে দেখা যায়। সেই ছবি উঠে এসেছে চব্বিশ ঘন্টার ক্যামেরায়। সূর্য পৃথিবী আর চাঁদের সরলরৈখিক অবস্থানে বেশ কিছুক্ষণ আঁধারে ধাকা থাকে চাঁদ।

অন্যদিকে, কাশ্মীরের পুলওয়ামাতে এখনও গুলির লড়াই চলছে। গতকাল সন্ধ্যারাত থেকে জঙ্গিদের সঙ্গে পুলওয়ামার দ্রুবগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই শুরু হয়েছে জঙ্গিদের। জনাকয়েক জঙ্গিকে ঘিরে ফেলতে সম্ভব হয়েছে নিরাপত্তাবাহিনী। এদিকে কূপওয়ারাতে বড়সড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী। কূপওয়ারার মাছিল সেক্টরে পাক অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে সেনবাহিনী। দু পক্ষের সংঘর্ষে পাঁচ জঙ্গি নিকেশ।

রাখী বন্ধন উতসবে সুদর্শন পট্টনায়কের অভিনব বার্তা বোনদের জন্য

.