Durga Puja 2022: রক্তের রঙ সাদা || কবিতা ||
অনুপম দাস
রক্তের রঙ সাদা
অনুপম দাস
যার হাতে গান নেই, গান আছে প্রাণে
তারো মুখ দেখি আমি যুদ্ধ ময়দানে।
অস্ত্র হাতে যে মানুষের প্রাণ ফিরিয়ে দেয়
শত্রু সংহারে সেও দেখি অস্ত্র হাতে নেয়।
ক্রিড়াঙ্গনে যে খেলোয়াড় মল যুদ্ধে মাতে
যুদ্ধ ক্ষেত্রে মারনাস্ত্র দেখি তারো হাতে।
ফুলের ঘায়ে যে কবির বুকে ব্যাথা বাজে
যুদ্ধ ক্ষেত্রে সেও সামিল সৈনিকের সাজে।
যুদ্ধ চায় না কেউ তবু যুদ্ধে যেতে হয়
দেশপ্রেম দ্বেষ হয়, রক্ত ঝরায়।
এক যুদ্ধ বুনে দেয় অন্য যুদ্ধ জাল
মানুষ, মানুষ মারে হাসে মহাকাল।
ধ্বংসস্তূপে জমে শুধু বালি, জল, কাদা
ইতিহাসে রক্তের রঙ ফসিলের মত সাদা।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা