খুব ঠান্ডা লাগছে? ঘরের ফ্যানটা চালিয়ে নিন!

অবাক হচ্ছেন? চালিয়ে দেখুন, শীতে ফ্যান চালালে ঠান্ডা কম বোধ হবে।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 21, 2020, 03:56 PM IST
খুব ঠান্ডা লাগছে? ঘরের ফ্যানটা চালিয়ে নিন!

নিজস্ব প্রতিবেদন: ফের জাঁকিয়ে বসছে শীত! মাঝের দু’দিনের গুমোট ভাগ কেটে গিয়েছে অনেকটাই। ঘরের দরজা-জানলা বন্ধ থাকলেও বেশ ঠান্ডা লাগে। হাত-পা ঠান্ডা হয়েছে যায়। শীত শীত করে। তাই বলে তো আর সারা দিন ঘরে লেপ-কম্বলের মধ্যে ঢুকে থাকা যায় না! ভাবছেন, তাহলে কি রুম হিটার চালাবেন? তেমন ঠান্ডাও তো পড়েনি যে রুম হিটার চালাতে হবে। তার চেয়ে বরং চালিয়ে দিন ঘরের সিলিং ফ্যানটা। অবাক হচ্ছেন? চালিয়ে দেখুন, শীতে ফ্যান চালালে ঠান্ডা কম বোধ হবে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরম বাতাস সব সময় হালকা হয়। এই কারণেই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক ভাবে গরম থাকে। সিলিং ফ্যান চালালে ওই অপেক্ষাকৃত গরম বাতাস নিচে নেমে আসবে। আর এর ফলে একটু হলেও ঠান্ডা কম লাগবে।

আরও পড়ুন: চটজলদি ভুঁড়ি কমাতে চাইলে পেছন দিকে হাঁটুন! জেনে নিন সঠিক কৌশল

এ ছাড়াও ঘরের জানালা মোটা কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাখলে ঘর অপেক্ষাকৃত গরম থাকে। এ ছাড়া, স্বাভাবিক কারণেই অন্যান্য ঘরের তুলনায় রান্নাঘর বেশি গরম থাকে। যখন খুব ঠান্ডা লাগবে তখন রান্নাটা সেরে ফেলুন। এতে ঘরটা গরম রাখতে পারবেন। কারণ, এমনিতে কোনও কারণ ছাড়া তো আর গ্যাস জ্বালিয়ে রাখতে পারবেন না।

.