বিশ্বের দুই শক্তিশালী শিশুর শরীর দেখে চমকে উঠল বিশ্ব
বাঙালির শৈশব কাটে দুধে ভাতে। মধ্যবিত্ত বাঙালি পিতামাতা তার সন্তানকে মানুষ করার জন্য কি কি শেখাতে পারেন! গান-বাজনা, নাচ, ক্রিকেট, ফুটবল, আঁকা খুব জোর সাঁতার। এইসবের মধ্য দিয়ে তাদের সন্তানকে অনেক বড় করার স্বপ্ন দেখেন। কিন্তু ছবিতে যাদের দেখছেন মুখে শিশুসুলভ আর শরীরে আইরন ম্যান, এই দুই বালক বিশ্বকে চমক দিয়ে হয়ত জানান দিল এই ভাবেও বড় হওয়ায় যায়।
বাঙালির শৈশব কাটে দুধে ভাতে। মধ্যবিত্ত বাঙালি পিতামাতা তার সন্তানকে মানুষ করার জন্য কি কি শেখাতে পারেন! গান-বাজনা, নাচ, ক্রিকেট, ফুটবল, আঁকা খুব জোর সাঁতার। এইসবের মধ্য দিয়ে তাদের সন্তানকে অনেক বড় করার স্বপ্ন দেখেন। কিন্তু ছবিতে যাদের দেখছেন মুখে শিশুসুলভ আর শরীরে আইরন ম্যান, এই দুই বালক বিশ্বকে চমক দিয়ে হয়ত জানান দিল এই ভাবেও বড় হওয়ায় যায়।
রোমানিয়ার দুই বালককে মনে করা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিমান বালক। ন`বছরে গিউলানো আর তার দু`বছরের ছোটো ভাই ক্লডিউ প্রতিদিন দু ঘণ্টা করে শরীর চর্চা করে। গুউলানো বিশ্ব রেকর্ড করে ৯০ ডিগ্রি ভার্টিক্যাল প্রেস আপ তে। ৪ কেজির বেশি ডাম্বল চাগিয়ে বাইসেপ করা দু ভাইয়ের কাছে কোনও ব্যাপার নয়।
গিউলানোর বাবার একান্ত পরিশ্রমে দু ভাই পৌছিয়ে গেছে বিশ্বের নজরে। তাদের পিতা লুলিয়ান জানিয়েছেন, ভবিষ্যতে তাঁর দুই সন্তানকে দেখতে চান খ্যাতিনামা বডি বিল্ডার হিসাবে। এখন তারা রোমানিয়া থেকে ব্রিটেনে পাড়ি দিতে চায় বিস্ব সুন্দরের স্বপ্ন পূরণের জন্য।
==============================
==============================
==============================