দাঁতাল হাঙরের মরণ কামড়ে 'রক্তাক্ত' রোবট হাঙর

হাঙরদের ২৪ ঘণ্টা ধরে ভাল  করে পর্যবেক্ষণের জন্য অনেক খরচ করে, পরিশ্রমের পর এক আধুনিকতম ক্যামেরা যন্ত্রের ব্যবস্থা করেছিল 'হুডস হোল ওশিওনাগ্রাফিক' নামের এক সংস্থা

Updated By: Aug 5, 2014, 07:42 PM IST

ওয়েব ডেস্ক: জলের তলায় হাঙরদের ২৪ ঘণ্টা ধরে ভাল করে পর্যবেক্ষণের জন্য অনেক খরচ, পরিশ্রমের পর এক আধুনিকতম ক্যামেরা যন্ত্রযুক্ত রোবটের ব্যবস্থা করেছিল 'হুডস হোল ওশিওনাগ্রাফিক' নামের এক সংস্থা। সেই জলের তলায় রোবট হাঙরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ক্যামেরা লাগানো হয়েছিল। তারপর...দেখুন ভিডিও

 

 

 

অনেকটা ক্রিকেট মাঠে যেভাবে ক্যামেরা লাগিয়ে পুরো ২২ গজকে বিভিন্ন দিক থেকে নজরদারিতে রাখা হয়, সেইরকমই ব্যবস্থা করা হয়েছিল। সেই জলের তলার রোবটকে দেখতে অনেকটাই হাঙরদের মত। মেক্সিকোর সমুদ্র থেকে সাদা হাঙ্গরদের ডেরায় ফেলে দেওযা হয়েছিল এই নজরদারি ক্যামেরার নকল হাঙর।

তারপর কী হল! নকল হাঙরের মত দেখতে দলের তলার রোবট তাঁর ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু করল। প্রথমে ব্যাপরটা বোঝার চেষ্টা করল সাদা হাঙরের দল। তারপর শুরু হল আক্রমণ। বারবার সব রাগ গিয়ে পড়ল নকল হাঙরের ওপর। কামড়... মরণ কামড় জুটিতে লাগল ক্যামেরা বাধা নকল হাঙরের। এত টাকা খরচ করে তৈরি করা নকল হাঙর নষ্ট হবে বুঝতে পেরে অবশেষে তাকে জল থেকে তুলে নেওয়া হল। জল থেকে তোলার পর দেখা গেল নকল হাঙরের গায়ে বড় বড় কামড়ের দাগ।

বিজ্ঞানীরা অবাক। নকল হাঙরকে এমনভাবে বানানো হয়েছিল যাতে একশোবার লোহার বারি জোরে জোরে মারলেও সামান্য দাগ পড়বে না। কিন্তু হাঙরদের কাছে সব তুচ্ছ। তবে বোঝা যাচ্ছে না নকল হাঙরের প্রতি এত রাগ কেন দেখাল আসলরা। হাঙররা কী তাহলে মানুষের মত নয়। আসল, নকলের ফারাকটা বুঝতে পেরে মেকিকে খুব শাস্তি দেয়!

.