দু’টো সিদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা! পাঁচ তারা হোটেলের বিল এখন ভাইরাল!
কলার পর এ বার দু’টো সিদ্ধ ডিমের দাম নিয়ে রীতিমতো শোরগোল সোশ্যাল মিডিয়ায়...
নিজস্ব প্রতিবেদন: কলার পর এ বার ডিম। দিন কয়েক আগেই পাঁচ তারা হোটেলে দু’টি কলার দাম ৪৪২ টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন অভিনেতা রাহুল বোস। রাহুলের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার দুটি ডিম সেদ্ধর জন্য ১৭০০ টাকা দাম নিল মুম্বইয়ের ফোর সিজন্স হোটেল। না, সোনার ডিম নয়, সাধারণ মুরগির ডিম! বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করলেন মুম্বইয়ের ফটোগ্রাফার। ডিমের অস্বাভাবিক দাম দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। নিমেষে টুইটারে ভাইরাল হয়ে যায় ডিমের দাম।
2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcy
— Kartik Dhar (@KartikDhar) August 10, 2019
টুইটে অভিনেতা রাহুল বোসকেও ট্যাগ করেন ওই ব্যক্তি। লেখেন, "দুটি ডিমের দাম ১৭০০ টাকা, আন্দোলন করা যাক?"
Is ande ke sath Sona bhi nikla hai kya?
— A N U P R I Y A (@cricketwoman) August 10, 2019
শুধু ডিম সেদ্ধই নয়, দুটি অমলেটেরও দাম ধরা হয়েছে ১৭০০ টাকা। তার সঙ্গে ঠান্ডা পানীয়েরও অনেকটাই বেশি দাম ধরা হয়েছে। তার সঙ্গে বসেছে ১৮% জিএসটি। সব মিলিয়ে ৩টি ঠান্ডা পানীয়, ৪টি অমলেট ও ২টি ডিম সেদ্ধর বিল দাঁড়িয়েছে ৬,৯৩৮ টাকা।
If you think that the price is unjustified,better you don't consume it. The price charged is just not only for 2 eggs, it also includes the services provided by the hotel to you. so plzz just to defame a hotel property, don't rattle around.
— Nilesh Jaiswal (@NileshJ18774389) August 11, 2019
আরও পড়ুন: কলা বিতর্কে জে ডাব্লিউ ম্যারিয়টের সমালোচনায় সামিল এ বার হোটেল পার্ক, পশ্চিম রেল!
পাঁচ তারা হোটেলের জল খাবারের এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। ডিমটি গল্পে পড়া সোনার ডিম কি না, তাই নিয়েও মস্করা করেছেন অনেকে।
তবে, অনেকে ডিমের অবিশ্বাস্য দামের পেছনে যুক্তিও দিতে চেয়েছেন। কারও কারও মতে, শুধু ডিম নয়, পাঁচ তারা হোটেলে পরিষেবা ও অভিজাত পরিবেশের কারণেও নেওয়া হয় অতিরিক্ত দাম।