`লিচি সিনড্রোম`-র হাত থেকে বাঁচতে জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

মালদহের কালিয়াচক থানার কয়েকটি ব্লকে শিশুদের মধ্যে এনকোফ্যালাইটিস বা এনসেফালোপ্যাথি জাতীয় রোগের প্রকোপ দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি শিশুরও। এই রোগের কোনও প্রতিষেধক আপাতত নেই। তবে এই রোগ যাতে না ছড়ায় সে ব্যাপারে বেশ কয়েকটি বিষয়ে সতর্কতা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী...

Updated By: Jun 11, 2014, 11:30 AM IST

মালদহের কালিয়াচক থানার কয়েকটি ব্লকে শিশুদের মধ্যে এনকোফ্যালাইটিস বা এনসেফালোপ্যাথি জাতীয় রোগের প্রকোপ দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি শিশুরও। এই রোগের কোনও প্রতিষেধক আপাতত নেই। তবে এই রোগ যাতে না ছড়ায় সে ব্যাপারে বেশ কয়েকটি বিষয়ে সতর্কতা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী...

**শিশুদের খালি পেটে রাখবেন না । বিশেষত রাতে কোনও অবস্থাতেই যেন খালি পেটে শিশুরা না ঘুমায়।

**শিশুদের মাঝে মাঝে গ্লুকোজ বা নুন চিনির জল খাওয়ান। রাতে শিশু কিছু খেতে না চাইলে অন্তত গ্লুকোজ বা নুন চিনির জল খাইয়ে ঘুম পাড়ান।

**লিচু সম্পর্কে অযথা আতঙ্ক ছড়াবেন না।

**আম, লিচু এই ধরনের ফল কমপক্ষে আধঘণ্টা জলে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে তারপর খান।

**আধপাকা বা অপুষ্ট ফল যেন শিশুরা না খায় সেদিকে নজর রাখুন। কৃত্রিমভাবে পাকানো ফল না খাওয়াই ভাল।

**সর্বদাই রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

.