মাইক্রোসফটের স্মার্টফোন থেকে ছাঁটাই হচ্ছে নোকিয়ার নাম

মাইক্রোসফটের স্মার্টফোন থেকে এবার বাদ পড়ছে আইকনিক নোকিয়া নাম। এই বছরের শেষেই মার্কিনি এই বহুজাতিক সংস্থা ভারতে বাজারে তাদের স্মার্টফোনকে নতুন পরিচয় দেবে। এক সময় মোবাইল ফোন আর নোকিয়া প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছিল। আর এখন মাইক্রোসফটের দৌলতে স্মার্টফোনের জগত থেকেই বিদায় নিচ্ছে এই নাম।

Updated By: Oct 23, 2014, 10:37 AM IST
মাইক্রোসফটের স্মার্টফোন থেকে ছাঁটাই হচ্ছে নোকিয়ার নাম

ওয়েব ডেস্ক: মাইক্রোসফটের স্মার্টফোন থেকে এবার বাদ পড়ছে আইকনিক নোকিয়া নাম। এই বছরের শেষেই মার্কিনি এই বহুজাতিক সংস্থা ভারতে বাজারে তাদের স্মার্টফোনকে নতুন পরিচয় দেবে। এক সময় মোবাইল ফোন আর নোকিয়া প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছিল। আর এখন মাইক্রোসফটের দৌলতে স্মার্টফোনের জগত থেকেই বিদায় নিচ্ছে এই নাম।

সমগ্র পৃথিবীতে একসঙ্গে নিজেদের স্মার্টফোনের জগত থেকে নোকিয়া নামটি মুছে ফেলার পরিবর্তে ধাপে ধাপে এক এক করে বিভিন্ন দেশ থেকে স্মার্টফোন থেকে নোকিয়া নামটিকে বিচ্ছিন্ন করবে মাইক্রোসফট। এবার থেকে বিল গেটসের কোম্পানির স্মার্টফোন 'মাইক্রোসফট লুমিয়া' নামে পরিচিতি পাবে।

প্রথমেই ফ্রান্সে বাদ পড়বে নোকিয়ার নাম। নোকিয়া ফ্রান্সের ফেসবুক পেজে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়ে গেছে।

তবে লুমিয়া ৭৩০, লুমিয়া ৮৩০, লুমিয়া ৯৩০-এর মত মাইক্রোসফটের স্মার্টফোন গুলি চলতি মাসের গোড়ার দিকেই ভারতে আত্মপ্রকাশ করেছে। এই ফোনগুলি বহন করছে নোকিয়া ব্র্যান্ড নেমও। এই ধরণের সদ্য প্রকাশিত স্মার্টফোন গুলির ক্ষেত্রে মাইক্রোসফটের পরিকল্পনা এখনও স্পষ্ট নয়।

৭.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় এই বছরের এপ্রিলে নোকিয়া মোবাইল ফোনের ব্যবসা কিনে নিয়েছিল মাইক্রোসফট। তারপর থেকেই ফোন বিক্রির ক্ষেত্রে বিবিধ কৌশল পরিবর্তন করা হয়েছে এই কোম্পানির পক্ষ থেকে। বন্ধ হয়েছে নোকিয়ার অ্যানড্রয়েড সুবিধা যুক্ত স্মার্টফোন নোকিয়া এক্স। আশা রেঞ্জের ফোনগুলিতে বন্ধ হয়েছে ডিসকাউন্ট। সারা বিশ্বজুড়ে ছাঁটাই করা হয়েছে ১৮,০০০ জনকে।

তবে সাধারণ মোবাইল ফোনগুলি থেকে এখনই বাদ যাচ্ছে না নোকিয়ার নাম।

 

 

.