অরুণাচলের চিরসবুজ অরণ্যে সন্ধান মিলল নতুন প্রজাতির প্রজাপতির
ঘন সবুজ জঙ্গলের মধ্যে সন্ধান মিলল পুঁচকে এক নয়া প্রজাতির প্রজাপতির। চাংলাং জেলায় ব্যান্ডেড টিট নামের (Hypolycaena narada) এই রঙিন প্রজাপতির দেখা মিলেছে। সে রাজ্যের প্রিন্সিপাল চিফ কনসারভেটর অফ ফরেস্ট ডঃ যোগেশ শুক্রবার এই প্রজাপতির সন্ধানের কথা ঘোষণা করেছেন। ''এই সন্ধান আরও একবার অরুণাচলের অপ্রতিদ্বন্দ্বী জীব বৈচিত্রের প্রমাণ দেয়।''
ওয়েব ডেস্ক: ঘন সবুজ জঙ্গলের মধ্যে সন্ধান মিলল পুঁচকে এক নয়া প্রজাতির প্রজাপতির। চাংলাং জেলায় ব্যান্ডেড টিট নামের (Hypolycaena narada) এই রঙিন প্রজাপতির দেখা মিলেছে। সে রাজ্যের প্রিন্সিপাল চিফ কনসারভেটর অফ ফরেস্ট ডঃ যোগেশ শুক্রবার এই প্রজাপতির সন্ধানের কথা ঘোষণা করেছেন। ''এই সন্ধান আরও একবার অরুণাচলের অপ্রতিদ্বন্দ্বী জীব বৈচিত্রের প্রমাণ দেয়।''
চাংলাংয়ের চির সবুজ অরণ্যের বাসিন্দা এই ব্যান্ডেড টিট-দের লাইফ সাইকেল বেশ ইন্টারেস্টিং। প্রতি বছর মার্চে গড়ে মাত্র দু'সপ্তাহের জন্য বাঁচে এই প্রজাতির প্রাপ্ত বয়স্ক প্রজাপতিরা। বছরের অনান্য সময় এরা সম্ভবত সুপ্ত অবস্থায়, শুঁয়োপোকা (লার্ভা) অথবা পিউপা দশায় থাকে। তবে এখনও পর্যন্ত এদের লাইফ সাইকেল নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এরা সম্ভবত পাখিদের বর্জ্য পদার্থ খেয়ে বেঁচে থাকে। এদের বায়োলজি এখনও রহস্যেই আবৃত।
এই প্রজাতির লার্ভাদের হোস্ট প্লান্ট, প্রজনন আচরণ এবং বাসা বাধার প্রাথমিক শর্তগুলি সম্পূর্ণ অজানা।
বেঙ্গালুরুর ন্যাশনল সেন্টার ফর বায়োলজিকাল সায়েন্সের গবেষক ডঃ কৃষ্ণমেঘ কুন্তের গবেষণা পত্রে ব্যান্ডেড টিটের কথা উল্লেখ করা হয়েছে।