Hooghly: গুড়াপে ৫ বছরের নাবালিকাকে 'ধর্ষণ-খুন'! পড়শির বাড়়িতে মিলল রক্তাক্ত, সংজ্ঞাহীন...
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে গুড়াপ থানা।
![Hooghly: গুড়াপে ৫ বছরের নাবালিকাকে 'ধর্ষণ-খুন'! পড়শির বাড়়িতে মিলল রক্তাক্ত, সংজ্ঞাহীন... Hooghly: গুড়াপে ৫ বছরের নাবালিকাকে 'ধর্ষণ-খুন'! পড়শির বাড়়িতে মিলল রক্তাক্ত, সংজ্ঞাহীন...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505782-gurap.jpg)
বিধান সরকার: হুগলির গুড়াপে ৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চোপা গ্রামে এক নাবালিকাকে তার পিতা বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে। কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন উদ্ধার করে তার বাবা।
এর মধ্যেই গুড়াপ থানায় খবর যায় । গুড়াপ থানার টহলদারি ভ্যান তৎক্ষণনা চোপা গ্রামে পৌঁছয় এবং নাবালিকার পিতাকে সঙ্গে নিয়ে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে হাজির হয়। হাসপাতালে ডাক্তারবাবু ওই নাবালিকাকে দেখে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর গুড়াপ থানা সঙ্গে সঙ্গে নাবালিকার পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরকে।
চুঁচুড়া হাসপাতালে ময়নাতদন্ত করা হবে নিহত নাবালিকার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে গুড়াপ থানা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন হুগলি জেলার পুলিস সুপার এবং অন্যান্য পদস্থ অফিসাররা। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। এই ঘটনার তদন্তে হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছেন পুলিস সুপার। এই নারকীয় ঘটনায় দোষী ব্যক্তি কোনওভাবেই ছাড় পাবে না, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন, Lowest Temperature: নভেম্বরেই একলাফে পারদ নামল ১১-তে! আজই মরশুমের শীতলতম দিন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)