মাত্র ২ মিনিটে ৭০ শতাংশ চার্জ করবে স্মার্টফোনের স্মার্ট ব্যাটারি

Updated By: Oct 21, 2014, 10:09 AM IST
মাত্র ২ মিনিটে ৭০ শতাংশ চার্জ করবে স্মার্টফোনের স্মার্ট ব্যাটারি

স্মার্ট ফোনের চার্জ শেষ? চিন্তা নেই। এবার থেকে মাত্র ২ মিনিটে ৭০ শতাংশ চার্জ করা যাবে স্মার্টফোন। এমনই দাবি করছেন সিঙ্গাপুরের ন্যানিয়াঙ্গ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা। সালস্ক্রিনের মধ্যে থাকা একটি সাধারণ উপাদানের জেল জাতীয় পদার্থ ব্যবহার করে ফোনের চার্জের গতি বাড়ানো যেতে পারে। সাধারণ ব্যাটারির অ্যানোড থেকে গ্রাফাইটের বদলে টাইটানিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যবহার করা হবে এই স্মার্ট ব্যাটারিতে। এই পদার্থ ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার মাত্রা বাড়ায়।

এই পদ্ধতিতে ব্যাটারি ১০,০০০ বার চার্জ দেওয়া যাবে। অন্তত ২০ বছর চলবে ব্যাটারি। আগামী ২ বছরের মধ্যে বাজারে আসতে চলেছে এই ব্যাটারি।

 

.