যে জিনিসটাকে বিশ্বের অর্ধেক মানুষ ভয় করেন

আচ্ছা, আপনি কিসে ভয় পান? আমার কিন্তু উঁচু থেকে পড়ে যাওয়ার হেব্বি ভয়। তা দুনিয়ায় এমন আজব আঝব কিছু ফোবিয়া রয়েছে যা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। এই তো ইতালির এক ব্যক্তি নাকি মহিলাদের নাভি দেখে খুব ভয় পান।

Updated By: Feb 7, 2016, 06:05 PM IST
যে জিনিসটাকে বিশ্বের অর্ধেক মানুষ ভয় করেন

ওয়েব ডেস্ক: আচ্ছা, আপনি কিসে ভয় পান? আমার কিন্তু উঁচু থেকে পড়ে যাওয়ার হেব্বি ভয়। তা দুনিয়ায় এমন আজব আঝব কিছু ফোবিয়া রয়েছে যা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। এই তো ইতালির এক ব্যক্তি নাকি মহিলাদের নাভি দেখে খুব ভয় পান।

ডাক্তারী ভাষার পরিভাষায় এইরকম ফোবিয়াকে বলে 'Omphalophobia'। সে যাই হোক এবার খবরের কথায় আসি। ভয়ের যতই হাজারো রকম ফের থাকুক। জানেন কী এই পৃথিবীর অর্ধেক মানুষ অন্ধকারকে ভয় পায়। বাল্বের আবিষ্কারকর্তা টমাস এডিসন অন্ধকারকে খুব ভয় পেতেন।

অন্ধকার এমন একটা জিনিস যা দেখলে সত্যি ভয় লাগে। তবে মানুষের মনের জোর তো দিন দিন বাড়ছে, তবু অন্ধকারের ভয় কাটানো যাচ্ছে না। যাক গে, এলইডি লাইটের বিক্রিটা এতে ভালই হবে। অন্ধকারও তাহলে শিল্পের সহায়ক।

Tags:
.