হৃদরোগ প্রতিরোধ করতে, বহুদিন বেঁচে থাকতে সাহায্য করে কুকুর: সমীক্ষা

  সঙ্গী একটা সারমেয় মানুষের জীবন বদলে দেয়। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি গবেষণায় প্রকাশ, সারমেয়রা শুধুমাত্র ভাল বন্ধুই নয়, সঙ্গী সারমেয় বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।

Updated By: Nov 18, 2017, 02:54 PM IST
হৃদরোগ প্রতিরোধ করতে, বহুদিন বেঁচে থাকতে সাহায্য করে কুকুর: সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন:  সঙ্গী একটা সারমেয় মানুষের জীবন বদলে দেয়। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি গবেষণায় প্রকাশ, সারমেয়রা শুধুমাত্র ভাল বন্ধুই নয়, সঙ্গী সারমেয় বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।

আরও পড়ুন : মহিলাদের মধ্যে তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে বিষণ্ণতা

‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর থেকে শতহস্ত দূরে থাকে। কুকুরের সান্নিধ্য বিশেষ করে উপকৃত করে অবিবাহিত ব্যক্তিদের। একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এরা। হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা।

সুইডেনের ৪০ থেকে ৮০ বছর বয়সী বেশ কিছু মানুষের উপর একটি সমীক্ষা করেন গবেষকরা। সমীক্ষায় উঠে এসেছে, যাঁরা কুকুরকে সঙ্গী করেছিলেন তাঁদের তুলনায় যাঁদের সঙ্গে কুকুর ছিল না হৃদরোগে তাঁদের মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। সারমেয় সঙ্গে হৃদরোগের প্রভাব কমেছে ১১ শতাংশ। তবে, সারমেয়রা ঠিক কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে তা পরিষ্কার করে বলা হয়নি রিপোর্টে। কিন্তু বিষয়টি সমীক্ষায় প্রমাণিত। তাই সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে অবশ্যই সারমেয়দের সঙ্গী করুন।

আরও পড়ুন : আপনি কি প্রেমে পড়ছেন? জেনে নিন প্রেমে পড়ার লক্ষণগুলি

.