কন্ডোম ব্যবহারে সব থেকে অনীহা মুসলিমদের মধ্যে!
পরিসংখ্যান বলছে, কন্ডোম ব্যবহারে সব থেকে পিছিয়ে মণিপুর, বিহার ও মেঘালয়। সব থেকে এগিয়ে পঞ্জাব।
নিজস্ব প্রতিবেদন: ভারতে কন্ডোম ব্যবহারে অনীহা রয়েছে মুসলিমদের। সম্প্রতি এমনই তথ্য উঠে এসে ফ্যামিলি হেলথ সার্ভেতে। সমীক্ষা অনুযায়ী, ভারতীয়দের মধ্যে বিগত এক দশকে যেমন কন্ডোম ব্যবহারের প্রবণতা সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনই ফুটে উঠেছে মুসলিমদের মধ্যে কন্ডোম ব্যবহারের অনীহার ছবিটাও। বিগত ১০ বছরে ভারতে যৌনতায় সক্রিয় মহিলাদের মধ্যে কন্ডোম ব্যহারের হার ২% থেকে বেড়ে হয়েছে ১২% । বিশেষ করে অবিবাহিত মহিলাদের (১৫-৪৯) মধ্যেই কন্ডোম ব্যবহারের হার বেড়েছে। ২০-২৪ বছর বয়সী যুবতীরা সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন বলেই জানিয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে।
আরও পড়ুন- কর্মবীর হতে যৌনতাই শ্রেষ্ঠ মাধ্যম: গবেষণা
বিভিন্ন সম্প্রদায়ের নিরিখে দেখা গিয়েছে কন্ডোম ব্যবহারের প্রবণতা সব থেকে বেশি শিখ ও বৌদ্ধদের মধ্যে। ৬৮ শতাংশ শিখ ও বৌদ্ধ কন্ডোম ব্যবহার করেন। উলটো দিকে কন্ডোম ব্যবহারের সব থেকে পিছিয়ে মুসলিমরা। কন্ডোম ব্যবহার করেন মাত্র ৩৮ শতাংশ মুসলিম। সব থেকে বড় কথা, গর্ভনিরোধনকে এখনো 'মহিলাদের ব্যাপার' বলে মনে করেন পুরুষরা। পরিসংখ্যান বলছে, কন্ডোম ব্যবহারে সব থেকে পিছিয়ে মণিপুর, বিহার ও মেঘালয়। সব থেকে এগিয়ে পঞ্জাব।
আরও পড়ুন- প্রাপ্তবয়স্ক বর্ষে ফেসবুকে কন্ডোমের ছড়াছড়ি, স্বাগত সাবালকদের
মুসলিমদের মধ্যে এই অনীহার কারণ হিসেবে যে কারণগুলি চিহ্নিত করা গিয়েছে, সেগুলি হল-
* পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার অভাব
* টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে পরিবার পরিকল্পনার বার্তা না পৌঁছনো
* উপযুক্ত শিক্ষার অভাব
* দারিদ্র
আরও পড়ুন- রাত বাড়লেই সেক্স প্রোডাক্টের বিক্রি বাড়ে ভারতে!
বাজেটের সব খবর পড়তে ক্লিক করুন- বাজেট ২০১৮