যে সাতটা খাবার খেলে কুকুর মারা যেতে পারে।
আপনার প্রিয় পোষ্যটি নিশ্চই বড্ড আদুরে। আপনি প্রায়ই তাকে বিভিন্ন পছন্দের খাবার খাওয়ান। এখানেই গণ্ডগোলের সূত্রপাত। সাধারণভাবে অজ্ঞতা থেকেই পোষ্যকে আমরা এমন অনেক কিছু খাইয়ে ফেলি যা থেকে তাদের প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বলে মনে করছেন ইতালির মিলান ইউনিভার্সিটির দু'ই গবেষক ক্রিস্টিনা কর্টিনোভিস এবং ফ্রান্সেসকা কেলনি।
ওয়েব ডেস্ক: আপনার প্রিয় পোষ্যটি নিশ্চই বড্ড আদুরে। আপনি প্রায়ই তাকে বিভিন্ন পছন্দের খাবার খাওয়ান। এখানেই গণ্ডগোলের সূত্রপাত। সাধারণভাবে অজ্ঞতা থেকেই পোষ্যকে আমরা এমন অনেক কিছু খাইয়ে ফেলি যা থেকে তাদের প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বলে মনে করছেন ইতালির মিলান ইউনিভার্সিটির দু'ই গবেষক ক্রিস্টিনা কর্টিনোভিস এবং ফ্রান্সেসকা কেলনি।
এখন দেখা যাক সেই সাতটি খাবার কি কি?
১) চকোলেট, কফি ও ক্যফিন জাতীয় খাবার।
২) সুগার ফ্রি গাম, ক্যান্ডি, পাঁউরুটি ও অন্যন্য ওই জাতীয় খাবার।
৩) পেঁয়াজ, পেঁয়াজকলি ও রসুন।
৪) অ্যালকোহলজাত পানীয়।
৫) আঙুর, যে কোন রকম কিসমিস।
৬) হপস্ যা থেকে বিয়ার প্রস্তুত হয়।
৭) ম্যাকাডেমিয়া বাদাম।