১ টাকায় লাঞ্চ
ওয়েব ডেস্ক: ১ টাকায় কী হয় আজকাল? ১ টাকায় পেটপুরে দুপুরের খাবারটা হয়ে যায়। অ্যাঁ! আজ্ঞে অ্যাঁ নয়, হ্যাঁ। ১ টাকাতেই লাঞ্চ। থালিতে রয়েছে ২টি রুটি, ডাল তরকারি আর একটা সন্দেশ। কর্ণাটকের হুবলিতে একটি ক্যান্টিন যার নাম 'রুটি ঘর', বিগত ছয় বছর ধর ১ টাকায় এই লাঞ্চ থালিই আম আদমির হাতে তুলে দিচ্ছে। ক্যান্টিনের বোর্ডেও লেখা রয়েছে 'এক টাকায় দুটো রুটি'। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তই এই লাঞ্চ থালি পাওয়া যায় রুটি ঘরে। মূলত গরিবদের জন্যই এই পরিষেবা দেয় আদিনাথ জৈন শ্বেতাম্বর অ্যাসোসিয়েশন।
Karnataka: For the past 6 years, a canteen in Hubli, Roti Ghar, serves lunch for just Rs 1. pic.twitter.com/PoTIot0XfP
— ANI (@ANI_news) January 18, 2017
উল্লেখ্য এটি একটি নিরামিষ ক্যান্টিন। কোনও প্রকার আমিষ জাতীয় খাবার রুটি ঘরে তৈরি করা হয় না।