Mother murdered Daughter | Crime News | বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা...

Mother murder Daughter | Daughter Pregnant | বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা...

Updated By: Feb 23, 2025, 05:34 PM IST
Mother murdered Daughter | Crime News | বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হাড় হিম করা ঘটনা! মায়ের বীভৎস রূপ! ছোট মেয়ের সাহায্যে, বড় মেয়ের দুই পা বেঁধে খুন করল মা। এই ভয়ংকর ঘটনা ঘটেছে মুম্বাইয়ের নালাসোপাড়ায়। ঘটনা সূত্রপাত ২০ বছরের মেয়ে অস্মিতা দুবে , হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভে আসে তার প্রেমিকের সন্তান। এই ঘটনা তার মা জানতে পেরেই ৪৬ বছরের মমতা দুবে ভয়ংকর হয়ে ওঠে। প্রথমে বচসা ঝগড়াঝাঁটি হাতাহাতি। অস্মিতা কে বারংবার বলতে থাকে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু অস্মিতা কিছুতেই রাজি না হওয়ায় তার মা মারমুখি হয়ে ওঠে।

আরও পড়ুন: I&B ministry | OTT platform | সাবধান! OTT বা ইউটিউব-ইনস্টায় আর সাত খুন মাফ নয়, অশ্লীলতা রুখতে কড়া কেন্দ্র....

মমতার ছোট মেয়ে, অস্মিতার বোন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ১৭ বছরের সেই মেয়েও মায়ের পক্ষ নেয়। সে দিদির দুই পা দড়ি দিয়ে বেঁধে চেপে ধরে রাখে। আর মা মমতা নির্মম ভাবে খুন করে। এই ঘটনার পর মমতা নিজেই পুলিশে খবর দিয়ে জানায় যে, তার মেয়ে অসহ্য পেটে যন্ত্রণায় মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে দেখা যায়, মৃতদেহে একাধিক ক্ষতের চিহ্ন। মারধরসহ একাধিক আচঁড় এবং আঘাতের চিহ্ন তার শরীরে। আর এরপরই ৪৬ বছরের মমতা দুবেকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

আরও পড়ুন:  Obscene message | Mumbai High Court | দুম করে রাতে কোনও মহিলার ইনবক্সে Hi, Hello পাঠানোর আগে ১০ বার ভাবুন! কারণ, হাইকোর্ট...

জেরায় মমতা সব কথা স্বীকার করে। মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার খবর সে কিছুতেই মেনে নিতে পারেনি। তাঁর মেয়ে অস্মিতা গর্ভপাত করতে রাজি না হওয়ায় রেগে গিয়ে সে এই হত্যাকাণ্ড ঘটায়। ছোট মেয়ে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ভারতীয় ন্যায় সংহিতায় ১০৩ ধারায় খুন, ১১৫ ধারায় আঘাত এবং ৩৫১ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রুজু করেছে। পুলিশ অস্মিতার অন্তঃসত্ত্বা হওয়া এবং তার প্রেমিক- সব বিষয়ে খোঁজ করছে। এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই পরিবার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে, কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

 

.