ভয়ঙ্কর ভূমিকম্পে যেকোনও মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে দেশের ২৯ শহর!
ওয়েব ডেস্ক : ভয়ঙ্কর ভূমিকম্পে যে কোনওদিন গুঁড়িয়ে যেতে পারে দেশের ২৯টি শহর। যার মধ্যে দিল্লি সহ দেশের ৯ রাজ্যের রাজধানী রয়েছে। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(NCS)-এর রিপোর্টে সামনে উঠে এল এই তথ্য।
রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিমালয় পর্বত। ২৯টি শহরের অধিকাংশই রয়েছে এই হিমালয়ের বুকে।
ভূমিকম্পের তীব্রতা অনুসারে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে এই শহরগুলিকে। এরমধ্যে দিল্লি, পাটনা(বিহার), শ্রীনগর(জম্মু ও কাশ্মীর), কোহিমা(নাগাল্যান্ড), পুদুচেরি, গুয়াহাটি(অসম), গ্যাংটক(সিকিম), সিমলা(হিমাচল প্রদেশ), দেরাদুন(উত্তরাখণ্ড), ইম্ফল(মণিপুর) ও চণ্ডীগড় সিসমিক জোন ৪ ও ৫-এর অধিনে রয়েছে। অর্থাত্, এই শহরগুলিতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এই শহরগুলির মিলিত জনসংখ্যা ৪ কোটির কাছাকাছি।
আরও পড়ুন- ''আমায় ক্ষমা করবেন!'' লালুকে ফোনে বলেছিলেন নীতীশ...
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভূমিকম্পের তীব্রতা, তার থেকে হওয়া ক্ষয়ক্ষতি ও অন্যান্য দিক বিচার করে জোন ২ থেকে জোন ৫-এর মধ্যে এই শহরগুলিকে রাখা হয়েছে।
জোন ৫-এর মধ্যে যেমন রয়েছে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে...তেমনই আছে গুজরাতের অংশ, উত্তর বিহার ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
অন্যদিকে, জোন ৪-এ রয়েছে দিল্লি, সিকিম, উত্তরপ্রদেশের উত্তরদিক, পশ্চিমবঙ্গ, গুজরাত ও মহারাষ্ট্রের একাংশ।