খাদ্যে বিষক্রিয়া, কেরলে অসুস্থ ৪০০ CRPF জওয়ান
খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৪০০ জন CRPF জওয়ান। তাদের মধ্যে গুরতর ভাবে অসুস্থ ২০০ জন। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরলের পাল্লিপুরমে।
ওয়েব ডেস্ক : খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৪০০ জন CRPF জওয়ান। তাদের মধ্যে গুরতর ভাবে অসুস্থ ২০০ জন। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরলের পাল্লিপুরমে।
আরও পড়ুন- পারিম্পোরা-পাঠানচকে সেনা কনভয়ে হামলা
জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েকশো জওয়ান ট্রেনিংয়ের জন্য হাজির হয়েছেন পাল্লিপুরম CRPF ক্যাম্পে। গতকাল রাতে তাদের মধ্যে এই ৪০০ জন মাছ ভাত খান বলে জানা গেছে। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। দেখা দেয় একাদিক সমস্যা। সঙ্গেই তাঁদের তিরুভনন্তপূরম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ৪০০ জন জওয়ানের মধ্যে ২০০ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিত্সা চলছে সেখানে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা। তদন্ত শুরু হয়েছে।