মুম্বইয়ে জোর বৃষ্টি, মানুষকে ঘরে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক : সোমবার থেকে মুম্বই জুড়ে জোর বৃষ্টি শুরু হয়েছে। জল থই থই মুম্বইয়ের অবস্থা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল সাইটে বিভিন্ন পোস্ট করতে শুরু করেছেন সেলিব্রিটিরা। বুধবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, জলবন্দি হয়ে পড়েছে বাণিজ্যনগরী।
জলবন্দি মুম্বইয়ে যাতে মানুষ ঘর থেকে বাইরে না বের হন, এবার তার আর্জি জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। জলবন্দি মুম্বইতে যাতে বিপদের ঝুঁকি নিয়ে মানুষ যাতে ঘর থেকে বাইরে বের না হন, সেই আর্জিই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত, মুম্বইতে বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে।
মুম্বইয়ের বৃষ্টির জেরে বুধবারও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ যাতে ঘর থেকে না বের হন, তার জন্যও জানানো হয়েছে আর্জি। তবে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।