দেশের রাষ্ট্রপতি হতে চেয়ে মনোনয়ন জমা পড়ল ৬

রাষ্ট্রপতি হওয়া মানে ৫ বছরের জন্য নিশ্চিন্ত। এ গরিব দেশে কে রাষ্ট্রপতি হতে চান না! এই সুযোগ কি আর ছাড়া যায়! শাসক আর বিরোধী শিবিরে রাষ্ট্রপতি পদে কাকে দাঁড় করানো যায়, এ নিয়ে যখন জোর তত্পরতা, তখন মনোনয়ন জমা দিয়েছেন ৬জন। এর মধ্যে মুম্বইয়ের এক দম্পতি রয়েছেন। নাম সাইরো বানো মহম্মদ পটেল এবং মহম্মদ পটেল আব্দুল হামিদ। তাঁরা তো নিজের মুখে দাবি করছেন, দুজনের মধ্যে কেউ একজন রাষ্ট্রপতি হতে পারলে, দুজনই খুশি হবেন। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন মধ্যপ্রদেশের আনন্দ সিং খুশওয়া, তেলেঙ্গানার এ বালা রাজা, পুনে কোন্দেকার বিজয়প্রকাশ এবং তামিলনাড়ুর ডঃ কে পদ্মরাজন। বিজয়প্রকাশ অবশ্য জানেন, এত সহজে রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয়। তবুও শখ বলে কথা! শখের তাগিদ যেমন ডঃ কে পদ্মরাজনেরও। তাঁর শখটা অবশ্য হারার। গত ২৯ বছরের শখ। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ভোটে ১৭০ বার দাঁড়িয়ে হেরেছেন পদ্মরাজন। তবুও শখ মেটেনি। রাষ্ট্রপতি নির্বাচনে হেরে এবারও অসফলতম প্রার্থীর তকমাটা আরও মজবুত করতে চান তিনি। (আরও পড়ুন- ১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!)

Updated By: Jun 15, 2017, 11:09 PM IST
দেশের রাষ্ট্রপতি হতে চেয়ে মনোনয়ন জমা পড়ল ৬

ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি হওয়া মানে ৫ বছরের জন্য নিশ্চিন্ত। এ গরিব দেশে কে রাষ্ট্রপতি হতে চান না! এই সুযোগ কি আর ছাড়া যায়! শাসক আর বিরোধী শিবিরে রাষ্ট্রপতি পদে কাকে দাঁড় করানো যায়, এ নিয়ে যখন জোর তত্পরতা, তখন মনোনয়ন জমা দিয়েছেন ৬জন। এর মধ্যে মুম্বইয়ের এক দম্পতি রয়েছেন। নাম সাইরো বানো মহম্মদ পটেল এবং মহম্মদ পটেল আব্দুল হামিদ। তাঁরা তো নিজের মুখে দাবি করছেন, দুজনের মধ্যে কেউ একজন রাষ্ট্রপতি হতে পারলে, দুজনই খুশি হবেন। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন মধ্যপ্রদেশের আনন্দ সিং খুশওয়া, তেলেঙ্গানার এ বালা রাজা, পুনে কোন্দেকার বিজয়প্রকাশ এবং তামিলনাড়ুর ডঃ কে পদ্মরাজন। বিজয়প্রকাশ অবশ্য জানেন, এত সহজে রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয়। তবুও শখ বলে কথা! শখের তাগিদ যেমন ডঃ কে পদ্মরাজনেরও। তাঁর শখটা অবশ্য হারার। গত ২৯ বছরের শখ। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ভোটে ১৭০ বার দাঁড়িয়ে হেরেছেন পদ্মরাজন। তবুও শখ মেটেনি। রাষ্ট্রপতি নির্বাচনে হেরে এবারও অসফলতম প্রার্থীর তকমাটা আরও মজবুত করতে চান তিনি। (আরও পড়ুন- ১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!)

.