Government Officer Murder: ভয়ংকর! ফাঁকা বাড়িতে খুন হয়ে গেলেন রাজ্যের দুঁদে মহিলা অফিসার

৪৫ বছর বয়সী প্রতিমার ড্রাইভার কাজ শেষে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এই বাড়িতেই তিনি আট বছরের বেশি সময় ধরে বসবাস করছিলেন। তাঁকে রাত সাড়ে ৮টা নাগাদ খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময়ে তাঁর স্বামী ও ছেলে শিবমোগা জেলার থির্থহাল্লিতে ছিলেন।

Updated By: Nov 5, 2023, 04:21 PM IST
Government Officer Murder: ভয়ংকর! ফাঁকা বাড়িতে খুন হয়ে গেলেন রাজ্যের দুঁদে মহিলা অফিসার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটক সরকারের সঙ্গে কর্মরত এক মহিলা অফিসারকে শনিবার রাতে বেঙ্গালুরুতে তার বাড়িতে খুন করা হয়েছে। স্থানীয় পুলিস এই খবর জানিয়েছে। মৃত অফিসারের নাম প্রতিমা। তিনি কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সুব্রমণ্যপুরায় তার বাসভবনে ছুরির আঘাতে নিহত হয়েছেন তিনি।

৪৫ বছর বয়সী প্রতিমার ড্রাইভার কাজ শেষে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এই বাড়িতেই তিনি আট বছরের বেশি সময় ধরে বসবাস করছিলেন। তাঁকে রাত সাড়ে ৮টা নাগাদ খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময়ে তাঁর স্বামী ও ছেলে শিবমোগা জেলার থির্থহাল্লিতে ছিলেন।

রবিবার সকালে প্রতিমার ভাই তার বাড়িতে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। আগের রাতে তিনি প্রতিমাকে ফোন করেছিলেন কিন্তু উত্তর পায়নি। এর পরেই তিনি পুলিসের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

আরও পড়ুন: Punjab Accident: বিয়ের করতে যাওয়ার পথেই মৃত্যু বরের! জানেন, কীভাবে?

অন্যান্য দিনের মতোই শনিবার রাত ৮টা নাগাদ প্রতিমা বাড়ি ফেরেন। শনিবার রাতে ফোনে সাড়া না দেওয়ায় এবং রবিবার সকালে তার বড় ভাই তার বাড়িতে এসে হত্যার বিষয়টি জানতে পারেন। বেঙ্গালুরু সিটির দক্ষিণ বিভাগের ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘ফরেন্সিক এবং টেকনিক্যাল টিম ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে। ঠিক কী ঘটেছে তা জানতে পারলে আমরা আরও তথ্য শেয়ার করতে পারব’।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: Armed Forces: সশস্ত্র বাহিনীর মহিলা সেনাদের জন্য মোদীর উপহার; অফিসারদের মতোই ছুটি পাবেন যোদ্ধারা

তিনি বলেন, ‘আমি এইমাত্র এটির সম্পর্কে জানতে পেরেছি। আমরা এটি সম্পর্কে খোঁজখবর নেব। মনে হচ্ছে তিনি একাই (বেঙ্গালুরুতে) ছিলেন, যখন তার স্বামী তার নিজের গ্রামে ছিলেন। কারণটি এখনও জানা যায়নি, আমরা এটি সম্পর্কে অনুসন্ধান করব’।

পুলিস একটি মামলা নথিভুক্ত করেছে এবং সম্ভাব্য পরিচিত হামলাকারী সহ সমস্ত লীড তদন্ত করে দেখছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে অবৈধ খনির সঙ্গে জড়িতরা সন্দেহভাজনরাই এই কর্মকর্তাকে হত্যার নির্দেশ দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.