অক্সফোর্ড ডিকশনারিতে 'হিন্দি ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হিসেবে জায়গা করে নিল আধার

সংস্থাটির তরফে জানানো হয়েছে, ২০১৭-র যে হিন্দি শব্দগুলি ট্রেন্ডিং ছিল, সেগুলি ভারতের রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরে।

Updated By: Jan 28, 2018, 01:35 PM IST
অক্সফোর্ড ডিকশনারিতে 'হিন্দি ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হিসেবে জায়গা করে নিল আধার

নিজস্ব প্রতিবেদন : অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিল হিন্দি শব্দ 'আধার'। ২০১৭-র 'হিন্দি ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হয়েছে আধার। জয়পুর সাহিত্য সম্মেলনে অক্সফোর্ড ডিকশনারি সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে।

২০১৭ সালের বহুল প্রচলিত হিন্দি শব্দগুলিকে নিয়ে আলোচনার জন্য জয়পুর সাহিত্য সম্মেলনে একটি প্যানেল  গঠন করা হয়। নানা আলোচনার পর 'হিন্দি ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হিসেবে আধারকেই বেছে নেন তাঁরা। আধার ছাড়াও যে শব্দগুলি তালিকায় ছিল তা হল নোটবন্দি, স্বচ্ছ, বিকাশ, যোগা ও বাহুবলি।

আরও পড়ুন- নাবালক সন্তানকে স্ত্রীর প্রেমিক ভেবে খুনের চেষ্টা বাবার

সংস্থাটির তরফে জানানো হয়েছে, ২০১৭-র যে হিন্দি শব্দগুলি ট্রেন্ডিং ছিল, সেগুলি ভারতের রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরে।

'আধার' শব্দটি হিন্দি বর্ণমালায় বহু আগে থেকেই রয়েছে। তবে, শব্দটির বহুল প্রচার শুরু হয় ২০১০ সাল থেকে। তত্কালীন কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা UIN কে এক কথায় 'আধার' নম্বর বলে উল্লেখ করা হয়। এরপর ২০১৭ সালে বর্তমান মোদী সরকারে দেশজুড়ে বিভিন্ন কাজে আধারকে বাধ্যতামূলক করায় শব্দটির প্রচার বাড়তে থাকে।

.