FTII- এর আন্দোলনরত পড়ুয়াদের পাশে 'হোক কলরব'-কে কটাক্ষে বেঁধা অভিষেক

Updated By: Aug 23, 2015, 08:21 AM IST
FTII- এর আন্দোলনরত পড়ুয়াদের পাশে 'হোক কলরব'-কে কটাক্ষে বেঁধা অভিষেক

FTII- এর আন্দোলনরত পড়ুয়াদের পাশে 'হোক কলরব'-কে কটাক্ষে বেঁধা অভিষেক

ওয়েব ডেস্ক: যাদবপুর থেকে প্রেসিডেন্সি। আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি বরাবরই বিমুখ তৃণমূল। এবার সেই তৃণমূলনেতারাই  FTII- এর আন্দোলনরত পড়ুয়াদের পাশে। নেতৃত্বে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের হোক কলরবকে যিনি কটাক্ষে বিঁধেছিলেন। তবে কি সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখতেই এবার পুণের পথে অভিষেক? জল্পনা চরমে।

রাজ্যে ছাত্র আন্দোলনের জেরে ইদানীং বারবার শিরোনামে  প্রেসিডেন্সি থেকে যাদবপুর। টার্গেট সরকার। ব্যাকফুটে তৃণমূল।

২০১৩ সালের এপ্রিল। প্রেসিডেন্সির বেকার ল্যাবে ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় তৃণমূল।  শাসক-বিরোধী চাপানউতোরে রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের  একাধিক নেতা-মন্ত্রী সরব হলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন স্পিকটি নট। সেই ঘটনার কিনারা এখনও অধরাই।

উপাচর্যের পদত্যাগের দাবিতে যাদবপুরের ক্যাম্পাস ছাড়িয়ে ছাত্রছাত্রীদের হোক কলরব আন্দোলন নেমে আসে রাজপথে। মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ঘিরে ঝড় ওঠে রাজ্য-রাজনীতিতে। তখন সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলনকেই কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক  বন্দ্যোপাধ্যায়।

ফের প্রেসিডেন্সি উত্তাল। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে  কালো পতাকা দেখিয়ে পড়ুয়ারা সরব।  পদত্যাগের দাবিতে উপাচার্যকে ঘিরে রাতভর বিক্ষোভ। টিএমসিপি পাল্টা পথে নামলেও অভিষেক নীরব।

কিন্তু এফটিআইআইয়ের আন্দোলন নিয়ে সেই তৃণমূলই তুমুল সরব। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডেরেক ওব্রায়েন ও শতাব্দী রায়কে পাশে নিয়ে সোমবার পুণেতে সেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফটিআইআইয়ের ঘটনায়  রাহুল গান্ধী সরব। দেশজুড়ে তোলপাড় চরমে। এই অবস্থায় তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্‍পরতা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দিল্লি সফরে আগাগোড়া ভাইপো অভিষেককে পাশে রেখেছিলেন তৃণমূলনেত্রী। সর্বভারতীয় রাজনীতিকে পাখির চোখ করেই কি তাই এবার অভিষেকের মিশন এফটিআইআই? প্রশ্ন থাকছেই।

 

.