ম্যাগির পর বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে টপ রেমন

ম্যাগির পর এবার টপ রেমনের উপর জারি হল নিষেধাজ্ঞা। দেশের বাজার থেকে টপ রেমন প্রত্যাহারের নির্দেশ দিল খাদ্য নিয়ামক দফতর। ম্যাগির পর টপ রেমনের দুটি নমুনায় মিলল অতিরিক্ত সিসা। এর জেরেই বাজার থেকে টপ রেমন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হল। নির্দেশ মেনে পণ্য প্রত্যাহার করছে ইউনি লিভার।

Updated By: Jun 29, 2015, 10:25 PM IST
ম্যাগির পর বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে টপ রেমন

ওয়েব ডেস্ক: ম্যাগির পর এবার টপ রেমনের উপর জারি হল নিষেধাজ্ঞা। দেশের বাজার থেকে টপ রেমন প্রত্যাহারের নির্দেশ দিল খাদ্য নিয়ামক দফতর। ম্যাগির পর টপ রেমনের দুটি নমুনায় মিলল অতিরিক্ত সিসা। এর জেরেই বাজার থেকে টপ রেমন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হল। নির্দেশ মেনে পণ্য প্রত্যাহার করছে ইউনি লিভার।

ম্যাগি বিতর্কের প্রেক্ষাপটে টপ রেমন, ফুডল এবং ওয়াই ওয়াইয়ের মতো ৭টি কোম্পানির পাস্তা, নুডলস ও পাস্তা পরীক্ষার নির্দেশ দেয় FSSAI। এই সমস্ত ব্রান্ডের পণ্য নিয়েও খাদ্যের মান ও সুরক্ষা সংক্রান্ত দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে অভিযোগ এসেছিল। এর পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এই ইস্যুতে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ফুড কমিশনারদের কাছে চিঠি পাঠিয়েছিল FSSAI। পাস্তা, নুডলস বা ম্যাকারনির নমুনা পরীক্ষা করে মান খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁদের।

.