মোদীর কাজে অখুশি, মেলেনি চিঠির উত্তর, গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহের পথে অখুশি অন্না
![মোদীর কাজে অখুশি, মেলেনি চিঠির উত্তর, গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহের পথে অখুশি অন্না মোদীর কাজে অখুশি, মেলেনি চিঠির উত্তর, গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহের পথে অখুশি অন্না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/02/94956-am.jpg)
ওয়েব ডেস্ক: মোদী যেভাবে দেশ চালাচ্ছেন তাতে তিনি একেবারেই খুশি নয়। এরমধ্যে প্রধানমন্ত্রী মোদীকে গত ৩ বছরে ৩০টি চিঠি লিখে ফেলেছেন তিনি। কিন্তু একটি চিঠিরও উত্তর মেলেনি। পাশাপাশি স্বাধীনতার ৭০ বছর পেরিয়ে গেলেও দেশ যে 'বাপু'র আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, সে বিষয়ে তিনি সরব। আর তাই মহাত্মা গান্ধীর ১৪৮ তম জন্মদিনে মোদী সরকারের বিরুদ্ধে রাজঘাটে নতুন করে ধর্নায় বসছেন তিনি অর্থাত্ প্রবীণ গান্ধীবাদী অন্না হাজারে।
জনলোকপাল আন্দোলনকে নিয়ে সুদীর্ঘ অনশনের পথে হেঁটে একদা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে রীতিমত বেকায়দায় ফেলে দিয়েছিলেন অন্না হাজারে। অনেকেই বলেন, তাঁর সেই আন্দোলনের 'সুফল' ঘরে তুলেই দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন একদা অন্নার শিষ্য অরবিন্দ কেজরিওয়াল। তারপর অবশ্য গুরু-শিষ্যর সম্পর্কে ঘটে গেছে চরম অবনতি। এরপরও যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল। আর সেসব পিছনে ফেলে এবার আবারও ধর্নায় বসছেন অন্না হাজারে। তবে এবার আক্রমণের লক্ষ্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। শুধু কেজরিওয়ালই নন, সে সময় বিজেপিও কংগ্রেস বিরোধী ভাবাবেগকে জাগিয়ে তুলতে এই অন্নাকেই হাতিয়ার করেছিল, আর এবার সেই বিজেপি তথা মোদী সরকারই অন্নার আক্রমণের লক্ষ্যবস্তু। সম্ভবত সাইড লাইন থেকে মজা দেখছে শতাব্দী প্রাচীন কংগ্রেস।