Third Front: লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্টের তোড়জোড়, দেশের ৭ মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকেন কেজরি!

সম্প্রতি অকংগ্রেসি, অবিজেপি জোট তৈরি করতে এগিয়ে আসেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু দেশের একাধিক মুখ্যমন্ত্রীর কাছে এনিয়ে দরবার করলেও তাদের কাছ থেকে তেমন সাড়া পাননি। শেষপর্যন্ত ভগ্নমনরথ হয়ে পিছিয়ে আসেন রাও। 

Updated By: Mar 20, 2023, 08:37 PM IST
Third Front: লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্টের তোড়জোড়, দেশের ৭ মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকেন কেজরি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মামলায় জড়িয়ে জেলে তাঁর ক্যাবিনেটের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। রাজ্যে আরও এক মন্ত্রীর উপরে ঝুলছে মামলার খাঁড়া। তার মধ্য়েই ২০২৪ লোকসভা নির্বাচনের সলতে পাকাতে শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার অবিজেপি, অকংগ্রেসি দলগুলিকে নিয়ে একটি ফ্রন্ট গঠন করতে চান কেজরি। ওইসব দলের মুখ্যমন্ত্রীদের অন্তত ৭ জনের সঙ্গে বৈঠক চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-উচ্ছেদ নোটিস আসার পরই জমির মিউটেশন হয়ে গেল অমর্ত্যর নামে, ছাড়ার পাত্র নয় বিশ্বভারতীও  

দেশের ৭ অকংগ্রেসি ও অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেজরি। ওইসব মুখ্যমন্ত্রীরাও কেন্দ্রের আচরণে অতিষ্ঠ। গত ৫ ফেব্রুয়ারি ওই চিঠি লেখেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওইসব মুখ্যমন্ত্রীদের গত ১৮ মার্চ দিল্লি আসার অনুরোধ জানান তিনি। বৈঠকে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন। তবে শরীর খারাপের কথা বলে ওই বৈঠকের আমন্ত্রণ ফিরিয়ে দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। 

সম্প্রতি অকংগ্রেসি, অবিজেপি জোট তৈরি করতে এগিয়ে আসেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু দেশের একাধিক মুখ্যমন্ত্রীর কাছে এনিয়ে দরবার করলেও তাদের কাছ থেকে তেমন সাড়া পাননি। শেষপর্যন্ত ভগ্নমনরথ হয়ে পিছিয়ে আসেন রাও। এবার সেই একই চেষ্টা করছেন কেজরি। এখন প্রশ্ন এভাবে কি কোনও লাভ করতে পারবেন কেজরি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী লড়াইয়ে একলা চলতেই পছন্দ করনে।

কয়েক বছর আগে এরকমই এক উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার তিনিও কংগ্রেসকে সঙ্গে নিতে চাননি। এমনকি মুম্বইয়ে গিয়ে শরদ পাওয়ার সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে আসার সময়ে মমতা বলে দেন সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের কোনও প্রসঙ্গিতা নেই। সেই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়। তবে শেষপর্যন্ত সেই জোটের চেষ্টা সফল হয়নি মমতা। ফলে এবার কেজরি সফল হন কিনা সেটাই দেখার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.