কোকরাঝাড়ে অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেও CAA নিয়ে নীরব Amit Shah

 যে সিএএ নিয়ে অসম তোলপাড় হয়েছিল সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নীরব রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Updated By: Jan 24, 2021, 06:24 PM IST
কোকরাঝাড়ে অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেও CAA নিয়ে নীরব Amit Shah

নিজস্ব প্রতিবেদন: অসম বিধানসভা নির্বাচনের আর ৬ মাস বাকী। তার আগে থেকেই সেখানে ভোটের হাওয়া তেজী করার চেষ্টা করে চলেছে বিজেপি। শনিবার অসমের শিবসগারে গিয়ে এক লাখ জনজাতির মানুষকে জমির পাট্টা বিলি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোকরাঝাড়ে অনুপ্রবেশ, বড়োল্যান্ডের উন্নতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে যে সিএএ নিয়ে অসম তোলপাড় হয়েছিল সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নীরব রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

আরও পড়ুন-পথে হাজার হাজার কৃষক; কৃষি আইনের প্রতিবাদে রক্তিম মুম্বইমুখী সড়ক 

বড়োল্যান্ড(Bodo Land) আন্দোলনে যাঁর প্রাণ হারিয়েছিলেন তাঁদের অনুদান তুলে দেন অমিত শাহ। এরপরই অমিত শাহ(Amit Shah) বলেন, একবছর হয়ে গেল বরোল্যান্ড চুক্তি হয়ে গিয়েছে। শান্তিপূর্ণ ভাবে বরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের(BTC) নির্বাচনও হয়েছে। এলাকার উন্নয়ণের জন্য ৫০০ কোটি টাকা দেবে কেন্দ্র। ওই টাকায় এলাকায় পরিকাঠামো তৈরি করা হবে। 

অমিত শাহর দাবি, 'এবার উন্নয়নের রাস্তায় হাঁটবে বড়োল্যান্ড। একসময় এই অঞ্চালে অনেক রক্ত ঝড়েছে। এবার এই অঞ্চলে সর্বাধিক উন্নতি হবে।  অসমের এই অঞ্চলটাই হবে রাজ্যের সর্বাধিক উন্নত জায়গা।'

আরও পড়ুন-'দেশ কি বেটি' বনাম 'কন্যাশ্রী'; জাতীয় কন্যাদিবসে টুইট-যুদ্ধ মোদী-মমতার  

উল্লেখ্য, সিএএ(CAA) ও এনআরসি(NRC) নিয়ে তোলপাড় হয়েছিল অসম। নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছিলেন কয়েক লাখ মানুষ। পরে তাদের সংখ্যা কম করা হয়। এনিয়ে তালপাড় হয় গোটা রাজ্যে। দুদিনের সফরে অসমে এসে অমিত শাহ এদিন বিদেশি অনুপ্রবেশকারী রোখার কথা, বন্যা রোধ করার কথা বললেও সিএএ নিয়ে কোনও কথা খরচ করেননি। অথচ অসমের মতো রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল দেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ  বিজেপি সহ অন্যান্য  কংগ্রেস বিরোধী দলগুলির বরাবরই অভিযাগ, বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। ভূমিপুত্রদের এনিয়ে ক্ষোভ বহু পুরনো।

.