ছত্তীসগঢ়ে ভরাডুবির পর মোদীর ঢাল হয়ে দায় নিলেন রমন

লোকসভার আগে পাঁচ রাজ্যের ফলাফল মোটেই স্বস্তিতে রাখছে না গেরুয়া শিবিরকে। 

Updated By: Dec 11, 2018, 06:12 PM IST
ছত্তীসগঢ়ে ভরাডুবির পর মোদীর ঢাল হয়ে দায় নিলেন রমন

নিজস্ব প্রতিবেদন: ছত্তীসগঢ়ে ভরাডুবির পর রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিলেন রমন সিং। বললেন, ''জনাদেশ মেনে নিচ্ছি। সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কংগ্রেসকে অভিনন্দন। আশা করি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস''। একইসঙ্গে হারের দায় নিজে নিয়ে প্রধানমন্ত্রীর ঢাল হলেন রমন সিং।

পাঁচ রাজ্যের নির্বাচনকে লোকসভার আগে সেমিফাইনাল আখ্যা দিয়েছে রাজনৈতিক মহল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেমিফাইনালের ফল ফাইনালে হারের ইঙ্গিত দিয়েছে। এটা বিজেপির শেষের শুরু। তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই জনাদেশ বলে মানতে নারাজ রমন সিং। তাঁর কথায়, ''হারের নৈতিক দায় আমার। নির্বাচন জিতলে আমার কৃতিত্ব হলে হারের দায়ও আমাকেই নিতে হবে''। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কি প্রভাব ফেলছে? এবার সতর্ক রমন সিং। বলেন,''রাজ্য সরকারের নীতি ও কর্মসূচির ভিত্তিতে নির্বাচন হয়েছে। এটা দিল্লির ভোট নয়''। 

 রমন সিং আরও বলেন, ''বিরোধী দল হিসেবে নতুন ভূমিকা পালন করব। শক্তিশালী বিরোধী হিসেবে কাজ করব আমরা। ১৫ বছর আমাকে শাসন করার সুযোগ দিয়েছেন ছত্তীসগঢ়ের মানুষ। এটা আমার সৌভাগ্য''। কী কারণে এমন ভরাডুবি? রমন সিংয়ের দাবি, এব্যাপারে এখনও বিশ্লেষণ করা হয়নি। বিস্তারিত আলোচনার পর বলা সম্ভব। 

Live TV-তে দেখুন লেটেস্ট আপডেট

ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটে এই বিপর্যয় নিশ্চিতভাবেই সরাসরি মোদীর বিরুদ্ধে জনাদেশ নয়, কিন্তু লোকসভার আগে ফলাফল মোটেই স্বস্তিতে রাখছে না গেরুয়া শিবিরকে। 

আরও পড়ুন- পাঁচ রাজ্যের ধাক্কায় বঙ্গে সভা বাতিল মোদীর, গড়াবে তো রথের চাকা?

.