১,৩০০ ভুলে ১ লাখ ৩০! সামান্য ভুলে বড় বিপদ
ওয়েব ডেস্ক : সামান্য ভুলে যে কত বড় বিপদ হতে পারে এঘটনা তারই উদাহরণ। দরকার ছিল ১,৩০০ টাকার কিছু বেশি। কিন্তু কার্ড সোয়াইপের সময় ভুলবশত সেটাই লেখা হল ১ লাখ ৩০। আর তারপর যা হয়, অ্যাকাউন্ট গড়ের মাঠ। অ্যাকাউন্ট থেকে কেটে যাওয়া টাকা ফেরাতে বিস্তর দৌড়াদৌড়ি করেও কোনও সুরাহা মেলেনি। উদ্ধার হয়নি 'হারিয়ে যাওয়া' টাকা। ঘটনাটি ঘটেছে মুম্বই সেন্ট্রালে।
পেশায় রেলকর্মী বিকাশ মাঞ্চেকর। অগাস্টের ৪ তারিখে আন্ধেরি-বরিভলি রুটে একটি কোয়াটারলি ফার্স্টক্লাস পাস কাটতে গিয়েই ঘটে এই বিপত্তি। ১,৩৩৩.৩০ লেখার বদলে ভুল করে তিনি লেখেন ১,৩৩,৩৩০। খেয়াল যখন পড়ে, ততক্ষণে টাকা সব ডেবিট হয়ে গেছে। তারপর থেকে পশ্চিম রেল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছেন। কিন্তু এখনও টাকা ফেরত পাননি তিনি। ব্যাঙ্কে গিয়ে দরবার করেও কোনও লাভ হয়নি। পুরো ঘটনায় বিকাশ মাঞ্চেকর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন, স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন স্ত্রী, তারপর যেটা ঘটল...