জাতপাত-তোষণের রাজনীতির বিরুদ্ধে এনডিএর পতাকা তুলে ধরেছে বিহারের মানুষ: অমিত শাহ
অমিত শাহ একের পর এক টুইট করে বলেন,বিহারের উন্নয়ণ, সুশাসনকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ। বিশেষকরে মহিলা ও যুবাদের কাছে আমরা কৃতজ্ঞ।
নিজস্ব প্রতিবেদন: বিহারে ভোট গণনা শেষপর্যায়ে হলেও এনডিএর জয়ের কথা একপ্রকার ঘোষণাই করে দিলেন অমিত শাহ। ভোটগণনার প্রবণতা অনুযায়ী এখন এনডিএ ম্যাজিক ফিগার পার করে ১২৪-এ দাঁড়িয়ে। মহাজোট ১১১। এরমধ্যেই প্রধানমন্ত্রী মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানালেন।এনডিএকে বেছে নেওয়ার জন্য বিহারের মানুষকে ধন্যবাদ জানালেন অমিত শাহ।
আরও পড়ুন-গণনায় প্রভাব খাটিয়েছেন নীতীশ, নালিশ ঠুকতে কমিশনে আরজেডি-কংগ্রেস প্রতিনিধিরা
অমিত শাহ একের পর এক টুইট করে বলেন, বিহারে সব শ্রেণির মানুষ আরও একবার জাতপাত ও তোষণের রাজনীতি বিরুদ্ধে ও এনডিএর উন্নয়ণের পতাকা তুলে ধরেছেন। এই জয় প্রতিটি বিহারবাসীর আকাঙ্খা ও স্বাধীন চিন্তার জয়। এই ফল নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের উন্নয়ণের রাজনীতির ফল। বিহারের উন্নয়ণ, সুশাসনকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ। বিশেষকরে মহিলা ও যুবাদের কাছে আমরা কৃতজ্ঞ।
I thank all brothers and sisters of the state from the bottom of my heart for once again choosing development, progress and good governance in Bihar: Home Minister and BJP leader Amit Shah. #BiharElectionResults2020 pic.twitter.com/qDSJoEFnGg
— ANI (@ANI) November 10, 2020
এদিকে,রাজনৈতিক মহলের একাংশে ধারনা ছিল, বিহার ভোটে কিং মেকার হতে উঠতে পারে এলজেপি। ভোটগণনা শুরু পর টানা ১৪ ঘণ্টা চিরাগ পাসোয়ানের দলের কোনও সাড়শব্দ ছিল না। শেষপর্ষন্ত মাটিহানি আসনে জিতে খাতা খুলল এলজেপি।
মাটিহানি আসন থেকে লড়াই করে জয়ী হলেন দলের প্রার্থী রাজকুমার সিং। মাত্র ৩৩০ ভোটে তিনি হারালেন জেডিইউ প্রার্থী বোগো সিংকে।
আরও পড়ুন-বিহারে এ যাত্রায় নীতীশের বৈতরণী পার করালেন নরেন্দ্র মোদী!
গণনা এখন শেষপর্যায়ে। সংখ্যগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে এনডিএ। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্য়ান অনুযায়ী ২৪৩ আসনের বিহার বিধানসভার ১৬৫ আসনে ফল ঘোষণা হয়েছে। এর মধ্য়ে এনডিএ পেয়েছে ৮৩ আসন। মহাজোটের ঝুলিতে এসেছে ৭৬ আসন। মিম জিতেছে ৪ আসনে, বিএসপি ১, এলজেপি ১ ও নির্দল ১টি আসন পেয়েছে।
এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ১২৪ আসনে। মহাজোট দাঁড়িয়ে ১১১-তে। এরকম এক উত্তেজক পরিস্থিতিতে নীতীশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযাগ আনল আরজেডি ও কংগ্রেস। এনিয়ে দরবার করতে নির্বাচন কমিশনের অফিসে গেল তাদের প্রতিনিধিদল।
কংগ্রেস নেতা অখিলেশ সিং সংবাদমধ্যমে বলেন, গণনায় ব্যাপক গোলমাল রয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই। এদিকে, মহাজোট ১১৯ আসন পেয়েছে বলে একটি তালিকাও প্রকাশ করেছে আরজেডি।
আরও পড়ুন-আত্মনির্ভর বিহারের পক্ষে জনাদেশ, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
নির্বাচনে সিপিএম ভালো ভোট পেয়েছে বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিহারে আমাদের স্ট্রাইক রেট ৮০ শতাংশ। বেশি আসন পেলে আমরা মহাজোটের পাশে দাঁড়াতে পারতাম।
অন্যদিকে, দলের ভালো ফলে খুশি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তেলঙ্গানায় তাঁর বাড়ির সামনে উত্সব শুরু করে দিয়েছে সমর্থরা। মিম প্রধান বলেন, বিহারের মানুষ আমাদের সম্মানিত করেছে। আমাদের কাছে এটি বড় পাওনা। যা পতিশ্রুতি দিয়েছিলাম তা মেটানোর চেষ্টা করব।