দেশের গরিবদের মোদী মায়ায় ভুলিয়ে রেখেছে বিজেপি, কেন্দ্রকে তুলোধনা রাহুলের

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে রাহুল বলেন, ‘নীবব মোদী, বিজয় মালিয়া ও ললিত মোদীর মতো ব্যবসায়ীদের দেশে ফেরাতে পারেনি সরকার। এর পেছনেও কারণ করেছে

Updated By: Mar 18, 2018, 05:41 PM IST
দেশের গরিবদের মোদী মায়ায় ভুলিয়ে রেখেছে বিজেপি, কেন্দ্রকে তুলোধনা রাহুলের

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের প্লেনারি অধিবেশনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। বিজেপি-আরএসএস-কে কৌরবদের সঙ্গে তুলনার পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি।

রবিবার দিল্লিতে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে রাহুল গান্ধী বলেন, ‘দেশের গরিব মানুষকে ‘মোদী মায়া’-য় ভুলিয়ে রেখেছে বিজেপি। ভারত দুনিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হলেও দেশের কোটি কোটি তরুণের হাতে কোনও কাজ নেই। দেশের সামনে সত্যিকারের চ্যালেঞ্জগুলি থেকে মানুষের চোখ সরিয়ে দিতে প্রধানমন্ত্রী জিএসটি থেকে ‌যোগ-এর মতো বিষয় সামনে আনছেন।’

আরও পড়ুন-গন্ধ পেয়ে দরজা ভাঙতেই উদ্ধার বৃদ্ধার পচাগলা 'নগ্ন' দেহ! পাশেই বসে ছেলে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে রাহুল বলেন, ‘নীবব মোদী, বিজয় মালিয়া ও ললিত মোদীর মতো ব্যবসায়ীদের দেশে ফেরাতে পারেনি সরকার। এর পেছনেও কারণ করেছে। ওইসব ‘মোদী’রা মোদীকে টাকা দিয়েছে নির্বাচনে লড়াই করার জন্য। বিজেপি-আরএসএস এখন কৌরবদের মতো। এরা ক্ষমতার জন্য লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস পান্ডবদের মতো সত্যের জন্য লড়াই করতে ময়দানে নেমেছে।’

.