সোনিয়া জামাতার বিরুদ্ধে তদন্তে নামবে রাজ্য, হরিয়ানায় সরকার গঠনের আগেই ঘোষনা বিজেপির
রবার্ট বঢ়রার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগের তদন্ত করবে হরিয়ানা সরকার। নতুন সরকার গঠনের আগেই এ কথা জানিয়ে দিল বিজেপি। রাজ্যের বিজেপি নেতা অনিল ভিজ বলেন, বঢ়রা-সহ হুডা সরকারের বিরুদ্ধে ওঠা সমস্ত জমি কেলেঙ্কারিরই তদন্ত হবে।
সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢ়রার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির সঙ্গে নির্মাণ সংস্থা ডিএলএফের জমি সংক্রান্ত চুক্তি হয়। আটান্ন কোটি টাকার এই চুক্তি অবৈধ বলে জানিয়েছিলেন হরিয়ানার ভূমি রাজস্ব দফতরের আধিকারিক অশোক খেমকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা তাঁকে বদলি করেন। একইসঙ্গে, হুডা সরকার জানিয়ে দেয়, বঢ়রা-ডিএলএফ চুক্তিতে কোনও অনিয়ম হয়নি। হরিয়ানায় ভোটের প্রচারে রবার্ট বঢ়রার জমি কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী। রাজ্যের নতুন বিজেপি সরকার এই চুক্তি বাতিল করতে পারে বলেও খবর।