বিজেপি বা কংগ্রেস কারোর সঙ্গেই ঘর বাঁধতে রাজি নয় বসপা

নীতীশ কুমারের পর মায়াবতী। দেশের আরও একটি আঞ্চলিক দল বিজেপি-কংগ্রেসের সঙ্গে সম দূরত্ব রেখে ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিল।

Updated By: Nov 9, 2013, 02:39 PM IST

নীতীশ কুমারের পর মায়াবতী। দেশের আরও একটি আঞ্চলিক দল বিজেপি-কংগ্রেসের সঙ্গে সম দূরত্ব রেখে ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিল।
২০১৪-র লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামছে বহুজন সমাজ পার্টি। শনিবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা প্রধান মায়াবতী একথা জানিয়েছেন। নির্বাচনের আগে জোটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মায়াবতী বলেন, "লোকসভা নির্বাচনে আমার দল কোনও দলের সঙ্গে জোটে যাবে না।" ভোট যুদ্ধে নিজেদের একক শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন বসপা নেত্রী।
তিনি সাংবাদিকদের আরও বলেন, "বার বার বলা হচ্ছে, আমাদের দল কংগ্রেস অথবা বিজেপিকে ঘরে-বাইরে সমর্থন জানাতে পারে। কিন্তু সে সম্ভাবনা নেই।" কংগ্রেস বা বিজেপির হাত ধরলে দলের ভাবমূর্তিতে আঘাত আসবে বলে মনে করছেন তিনি।
তিনি আরও দাবি করেছেন, তাঁর দল নির্বাচনে শুধু ভাল ফলই করবে না, বরং দেশ ও সমাজের জন্য কাজ করার অঙ্গীকারের সুর শোনা গিয়েছে তাঁর গলায়।

.