Abhishek Banerjee: 'বাজেট মনে করাচ্ছে হিন্দি সিনেমা থ্রি ইডিয়টসকে', মোদীকে 'ভাইরাস' কটাক্ষ অভিষেকের...
Abhishek Banerjee: দ্বিতীয় বাজেট পেশের পর থেকেই পারদ তুঙ্গে রাজ্য রাজনীতিতে। তা নিয়েই সুর উত্তমে তৃণমূলের। এই বাজেটকে বিহারের বাজেট বলে বিঁধেছেন ডায়মন্ড হারবারের সাংসদ...
![Abhishek Banerjee: 'বাজেট মনে করাচ্ছে হিন্দি সিনেমা থ্রি ইডিয়টসকে', মোদীকে 'ভাইরাস' কটাক্ষ অভিষেকের... Abhishek Banerjee: 'বাজেট মনে করাচ্ছে হিন্দি সিনেমা থ্রি ইডিয়টসকে', মোদীকে 'ভাইরাস' কটাক্ষ অভিষেকের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/07/519927-avishekh.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রের বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'। তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকেই পারদ তুঙ্গে রাজ্য রাজনীতিতে। এবার তা নিয়েই সুর চড়িয়েছে তৃণমূল। এই বাজেটকে বিহারের বাজেট বলে বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। লোকসভায় তিনি দাঁড়িয়ে বলেছেন নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন, সেটা বাংলা বিরোধী বাজেট। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়নকে রুখে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
সংসদে সকল তথ্য তুলে তুলে ঝাঁঝাঁলো ভাষণে আক্রমণ করেছেন অভিষেক। তাঁর দাবি, রাষ্ট্রপতি তাঁর ভাষণ কৃষি নিয়ে শুরু করেছেন কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটিও শব্দ খরচ করেননি। গত দশ বছরে ১ লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন তা নিয়েও রাষ্ট্রপতি কিছুই খরচ করেননি। দেশের শিশু পড়ুয়ারা যখন অপুষ্টির শিকার, তখন রাষ্ট্রপতির ভাষণে তারই উল্লেখ নেই। ২০২২-২৩ সালে ১.২ কোটি পরিবার তাদের গ্যাস সিলিন্ডার রিফিল করতে পারেননি। এমনই অর্থ ব্যবস্থা। বাস্তবিক তথ্যের পরিবর্তে ভিত্তিহীন প্রচার করে চলেছে সরকার। এদিকে কর্পোরেট ঋণ মুকুবের ক্ষেত্রে সরকার অনেক উদার। অথচ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি রুখতে সরকার এতটুকুও চিন্তিত নয়। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে 'হাফ ফেডারেলিজম' চলছে। কিন্তু কী এই 'হাফ ফেডারেলিজম'! তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, বিহারে রয়েছে ১২ জন সংসদ এবং বাংলাতেও তাই রয়েছে। বিহারে শাসক শিবিরে যেহেতু বিজেপি এবং বাংলা বিজেপি বিরোধী তাই বিহার বোনাস পাচ্ছে আর বাংলা বঞ্চিত হচ্ছে। এটাই 'হাফ ফেডারেলিজম'।
তথ্য তুলে অভিষেক দাবি করেছেন, মনরেগায় সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বাংলার। এসবের মধ্যেও বাংলা ভিক্ষা চাইতে নারাজ। আবাস যোজনায় বিপুল টাকা বাকি রেখেছে কেন্দ্র। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। এখানে আছে ৮৮ লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প যা দেশে দ্বিতীয় বৃহত্তম। ১৪০ কোটির দেশে বীমায় ১০০% এফডিআই এর দরজা খুলে দিয়ে সাধারণ ও গরীব মানুষকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে সরকার। জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে সরকার বীমার মতো স্পর্শকাতর বিষয়ে বিদেশি বিনিয়োগের দরজা হাট করে খুলে দিচ্ছে। এই সরকারের আমলে মাল্টি টাস্কিং সার্কাসে পরিণত হয়েছে। ৭৮৪ জন রেল দুর্ঘটনায় মারা গিয়েছেন, বাজেটে রেলের সুরক্ষা নিরাপত্তার জন্য বিশেষ বরাদ্দ নেই। এই সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ৮ শতাংশ বেড়েছে। যা গত ১৪ মাসের সর্বোচ্চ। পারিবারিক ক্ষুদ্র সঞ্চয় কমে গিয়েছে। বেকারত্ব বাড়ছে হুহু করে। সবথেকে অবাক করা কাণ্ড জন ধন যোজনা ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। কিন্তু টাকা নেই। তিনি উল্লেখ করেছেন, ৫০ কোটি একাউন্টে টাকা নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বীমা কোম্পানি বেশি সুবিধা পাচ্ছে, কৃষকরা নয়।
এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, বছরের দু কোটি চাকরির কথা বলেছিলেন কেন্দ্র সরকার। কিন্তু বেকারত্ব গত ৪৫ বছরের সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে। এই বাজেট হল ঘুরিয়ে জনগণের থেকে টাকা আদায় করার বাজেট। মধ্যবিত্তকে যে কর ছাড়ের কথা বলা হয়েছে তা ভ্রান্তিকর ছাড়া আর কিছু নয়। ১২ লাখ পর্যন্ত কর ছাড়ের কথা বলা হলেও ৯৮০০০ টাকা জিএসটিতে দিতে হবে মধ্যবিত্তকে। এছাড়াও অনেক সারচার্জ ও ট্যাক্স রয়েছে। অভিষেক বলেছেন, 'এই বাজেট আমাকে হিন্দি সিনেমার ৩ ইডিয়টসের কথা মনে করিয়েছে। যেরকম ভাবে র্যাঞ্চোর কথা মনে করাচ্ছে। র্যাঞ্চো যেখানে প্রকৃত শিক্ষা নিয়ে প্রশ্ন করেছে। আর বিশ্ববিদ্যালয়ের প্রধাণ হিসেবে 'ভাইরাস' অনেক ঘোষণা করেছিল। ভাইরাস মানে এখানে বসে থাকা ভাইরাস নয়, আমি আসল ভাইরাসের কথা বলছি। দেশের মানুষ রোজগারে ট্যাক্স দেয়, আবার খরচেও ট্যাক্স দেয়।' ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে সাজাচ্ছে। দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়েছে কেন্দ্র, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)