'ধোপার কথায় স্ত্রী সীতাকে পরিত্যাগ', বিহারে শ্রীরামচন্দ্র ও লক্ষ্ণণের বিরুদ্ধে মামলা
তাঁর জন্মস্থানকে ঘিরেই রয়েছে বিস্তর বিতর্ক, আইনি জটিলতা। সেই সমস্যা সমাধানের আগে, ফের নতুন বিতর্কে জড়ালেন দশরথনন্দন। সামান্য এক ধোপার কথায় স্ত্রী সীতাকে পরিত্যাগ করার অভিযোগে শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন বিহারের সিতামারির এক আইনজীবী। শ্রীরামচন্দ্র একা নন। দাদাকে এ কাজে সাহায্য করা এবং তথ্য যাচাই না করে বৌদিকে যথেচ্ছ অপমান করার অভিযোগে ভাই লক্ষ্ণণের বিরুদ্ধেও মামলা করেছেন ঠাকুর চন্দন সিং নামে ওই আইনজীবী। অভিনব এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, আজ সিদ্ধান্ত নেবে আদালত।
ওয়েব ডেস্ক: তাঁর জন্মস্থানকে ঘিরেই রয়েছে বিস্তর বিতর্ক, আইনি জটিলতা। সেই সমস্যা সমাধানের আগে, ফের নতুন বিতর্কে জড়ালেন দশরথনন্দন। সামান্য এক ধোপার কথায় স্ত্রী সীতাকে পরিত্যাগ করার অভিযোগে শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন বিহারের সিতামারির এক আইনজীবী। শ্রীরামচন্দ্র একা নন। দাদাকে এ কাজে সাহায্য করা এবং তথ্য যাচাই না করে বৌদিকে যথেচ্ছ অপমান করার অভিযোগে ভাই লক্ষ্ণণের বিরুদ্ধেও মামলা করেছেন ঠাকুর চন্দন সিং নামে ওই আইনজীবী। অভিনব এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, আজ সিদ্ধান্ত নেবে আদালত।