UP: মূর্তি থেকে ঝরছে 'চরণামৃত', হুড়োহুড়ি করে সংগ্রহ করে টনক নড়ল ভক্তদের...
UP: অপেক্ষা করছেন ঈশ্বরের চরণে নিবেদিত প্রসাদ 'চরণামৃত'র জন্য। কারোর হাতে কাগজের চায়ের কাপ তো কেউ আবার হাত জোর করে দাঁড়িয়ে আছেন সেটা পান করতে। অবশেষে অনেকেই সেই 'চরণামৃত' পেয়ে উপভোগ করছেন ঐশ্বরিক তৃপ্তির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন কিংবা দুজন নন, প্রায় ডজন খানেক ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। অপেক্ষা করছেন ঈশ্বরের চরণে নিবেদিত প্রসাদ 'চরণামৃত'র জন্য। কারোর হাতে কাগজের চায়ের কাপ তো কেউ আবার হাত জোর করে দাঁড়িয়ে আছেন সেটা পান করতে। অবশেষে অনেকেই সেই 'চরণামৃত' পেয়ে উপভোগ করছেন ঐশ্বরিক তৃপ্তির।
Serious education is needed 100%
People are drinking AC water, thinking it is 'Charanamrit' from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
কিন্তু হঠাতই জানতে পারলেন যেটা ঈশ্বরের চরণে নিবেদিত প্রসাদ সেটা আসলে 'এসি'র জল! হ্যাঁ, ঠিকই এসির জলকে 'চরণামৃত' ভেবে দেদার পান করছেন ভক্তরা। এমনই কিছু অবাক করা ঘটনা ঘটল, বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দিরে। নেটপাড়ায় ছড়িয়েছে সেই ভাইরাল ভিডিও।
আরও পড়ুন: Bus Accident: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা; খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহতের সংখ্যা বেড়ে ২৮
সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, মন্দিরের বাইরের দেওয়ালে একটি হাতির মুখের আকারে মূর্তি আছে। সেই মুখ দিয়েই চুঁয়ে চুঁয়ে পড়ছে জল। আর সেই জলই কেউ চায়ের কাপে হোক কিংবা এমনি হাতে করে 'চরণামৃত' ভেবে পান করছিলেন সকলে। মানুষের সেই অদ্ভুত কাণ্ডকারখানা রেকর্ড করছিলেন এক ব্যক্তি।
এবং সেই ভিডিওতেই দেখা যাচ্ছে ভক্তেরা খুবই তৃপ্তির সঙ্গে সেই জল পান করছে। এমনকি যখন লোকটি জানান, এটি এসির জল চরণামৃত না। সেই কথার তোয়াক্কা না করেই তারপরেও দেদার চলতে থাকল এসির জল পান। বর্তমানে নেটপাড়ায় ব্যাপক ছড়িয়েছে ভিডিওটি। সেই ভিডিও দেখে একজন বলেন, "চরণামৃত পান করার চাইতে ১০০০০% ভালো এসির জল পান করা।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)