ঠাকুর-দলিত সংঘর্ষে উত্তরপ্রদেশের সাহরানপুরে ২৫টি বাড়িতে আগুন, ১ জন মৃত

ড. বাবাসাহেব ভীমরাও আম্বেদজকরের জন্মজয়ন্তীর ১৫ দিনের মাথায় আবার সেই একইরকম ঘটনার পুনরাবত্তি। মহারাণা প্রতাপের জন্ম জন্ম জয়ন্তীতে উপলক্ষে মিছিলকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল ঠাকুর ও দলিত সম্প্রদায়ের। ২৫টি দলিত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যবুক।

Updated By: May 5, 2017, 10:05 PM IST
ঠাকুর-দলিত সংঘর্ষে উত্তরপ্রদেশের সাহরানপুরে ২৫টি বাড়িতে আগুন, ১ জন মৃত

ওয়েব ডেস্ক : ড. বাবাসাহেব ভীমরাও আম্বেদজকরের জন্মজয়ন্তীর ১৫ দিনের মাথায় আবার সেই একইরকম ঘটনার পুনরাবত্তি। মহারাণা প্রতাপের জন্ম জন্ম জয়ন্তীতে উপলক্ষে মিছিলকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল ঠাকুর ও দলিত সম্প্রদায়ের। ২৫টি দলিত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যবুক।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার শিমলানা গ্রামে।  ঠাকুর সম্প্রদায়ের মিছিল দলিত অধ্যুষিত শিমলানা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রথমে বাদানুবাদ বাঁধে। পরে তা-ই অগ্নিগর্ভ চেহারা নেয়। ঘটনাস্থলে আসে পুলিস ও দমকল। পুলিস ও দমকল কর্মীদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন, 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ';  নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তেরই ফাঁসির 'সুপ্রিম' রায়

আরও পড়ুন, উপমহাদেশের আকাশে কায়েম ভারতীয় রাজ; মোদী বললেন, "প্রতিবেশীদের জন্য উপহার"

.