ভারতের ফোন ট্যাপিং ব্যবস্থায় আপত্তি মানবাধিকার সংগঠনের

সম্প্রতি সেন্ট্রাল মনিটারিং সিস্টেম(সিএমএস) চালু করে কেন্দ্র সরকার। কাজ, গোটা দেশের ফোন ও ইন্টারনেট ব্যবস্থার ওপর নজর রাখা। কিন্তু তথ্যপ্রযুক্তির নিরাপত্তার স্বার্থে চালু হওয়া এই ব্যবস্থায় আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। এ ছাড়াও খবরে প্রকাশ `ইউএস ন্যাশানাল সিকিউরিটি এজেন্সি` নামক এক মার্কিন সংস্থা এই পুরো তথ্যগুলি নিরীক্ষণ করবে। তাঁদের আশঙ্কা এর জেরে নাগরিকদের গোপনীয়তার স্বাধীনতা নষ্ট হচ্ছে।

Updated By: Jun 8, 2013, 06:09 PM IST

সম্প্রতি সেন্ট্রাল মনিটারিং সিস্টেম(সিএমএস) চালু করে কেন্দ্র সরকার। কাজ, গোটা দেশের ফোন ও ইন্টারনেট ব্যবস্থার ওপর নজর রাখা। কিন্তু তথ্যপ্রযুক্তির নিরাপত্তার স্বার্থে চালু হওয়া এই ব্যবস্থায় আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। এ ছাড়াও খবরে প্রকাশ `ইউএস ন্যাশানাল সিকিউরিটি এজেন্সি` নামক এক মার্কিন সংস্থা এই পুরো তথ্যগুলি নিরীক্ষণ করবে। তাঁদের আশঙ্কা এর জেরে নাগরিকদের গোপনীয়তার স্বাধীনতা নষ্ট হচ্ছে।
২০১৩ সালে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সিএমএস প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রযুক্তিতে ফোনকল, এসএমএস, ইন্টারনেটের ওপর নজর রাখার অনুমতি দেয় সরকার। মানবাধিকার বিশেষজ্ঞ চানথিয়া ওয়ং সরকারের এই প্রযুক্তির লাগু করাকে `অনৈতিক` বলে মন্তব্য করেছেন।

.