ডি রূপার অভিযোগে সিলমোহর, শশীকলা জেলে ভিআইপি সুবিধা পেতেন, স্বীকার কারা কর্তাদের

Updated By: Jul 24, 2017, 05:12 PM IST
ডি রূপার অভিযোগে সিলমোহর, শশীকলা জেলে ভিআইপি সুবিধা পেতেন, স্বীকার কারা কর্তাদের

ওয়েব ডেস্ক: কর্ণাটকের জেলে এআইডিএমকে নেত্রী ভিকে শশীকলার ভিআইপি সুবিধা পাওয়ার বিষয়ে প্রাক্তন ডিআইজি (কারা) ডি রূপার তোলা অভিযোগই সমর্থন পেল সেরাজ্যের কারা বিভাগের অন্যান্য কর্তার দেওয়া সাক্ষ্যে। আজ কর্ণাটক বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে এবিষয়ে জিজ্ঞাসাবাদের উত্তর দিতে এসেছিলেন কর্ণাটক কারা দফতরের একাধিক কর্তা। জেরার মুখে তাঁরা কার্যত মেনে নেন যে, আম্মার দীর্ঘকালের ছায়াসঙ্গী শশীকলা গরাদের অন্দরে থেকেই বিলাসবহুল জীবন যাপন করতেন।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীঘরে শশীকলা যে ভিআইপি আদরে দিন কাটাচ্ছেন তা সকলের সামনে প্রকাশ করে সিদ্দারামাইয়া সরকারের কোপে পড়েছিলেন ডি রূপা। তাঁকে রাজ্য প্রশাসনের তরফে বদলিও করে দেওয়া হয়েছে অন্য বিভাগে। বিভাগীয় বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরার অভিযোগে পদ থেকে সরানো হয়েছিল রূপাকে। যদিও কর্ণাটকের প্রাক্তন এই কারা অফিসার বলেছিলেন, তিনি একা নন, অনেকেই এই সংক্রান্ত বিষয় সামনে এনেছেন। সেই মুহূর্তে রূপার কথায় সেভাবে গুরুত্ব না দেওয়া হলেও, আজ সেই 'সত্যই' পুনরায় সামনে এল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সামনে। (আরও পড়ুন- কাগজ ছুড়ে লোকসভা থেকে বহিষ্কৃত ৬ কংগ্রেস সাংসদ)

.