ঝাড়খণ্ডে সরকার গড়তে কংগ্রেসের সঙ্গে জোটে মুক্তি মোর্চা

ঝাড়খণ্ডে সরকার গড়তে জোট বাঁধল কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বর্তমানে ওই রাজ্য রাষ্ট্রপতি শাসন চলছে। দুই দলের সমঝোতায় ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী হবেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। পরিবর্তে লোকসভা নির্বাচনে রাজ্যে দশটি আসন কংগ্রেসকে ছেড়ে দেবে জেএমএম।

Updated By: Jul 5, 2013, 08:33 PM IST

ঝাড়খণ্ডে সরকার গড়তে জোট বাঁধল কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বর্তমানে ওই রাজ্য রাষ্ট্রপতি শাসন চলছে। দুই দলের সমঝোতায় ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী হবেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। পরিবর্তে লোকসভা নির্বাচনে রাজ্যে দশটি আসন কংগ্রেসকে ছেড়ে দেবে জেএমএম।
পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহারেও লোকসভা ভোটে আসন সমঝোতায় যাবে দুই দল। রাজ্যে নতুন সরকারে পাঁচটি মন্ত্রীপদ পাবে কংগ্রেস, দুটি মন্ত্রীপদ দেওয়া হবে আরজেডিকে। সতেরই জুলাই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী পদে অর্জুন মুন্ডা ইস্তফা দেওয়ায় আঠেরই জানুয়ারি ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি হয়।  

.