'মাথা নীচে পা উপরে' কালেক্টরের বিরুদ্ধে জামা খুলে প্রতিবাদ কংগ্রেস বিধায়কের
কিন্তু এই করোনা সংক্রমণের মাঝেও কারোর মুখে ছিল না মাস্ক। ছিল না সামান্য সামাজিক দূরত্বটুকুও। তবে প্রতিবাদের নতুন ভাষা ছিল।
নিজস্ব প্রতিবেদন: মাথা নীচে পা উপরে, অভিনব ভাষায় প্রতিবাদ করলেন কংগ্রেস বিধায়ক। অটল এক্সপ্রেসওয়ের জন্য অধিগ্রহণ করা জমির বিষয়ে কালেক্টরের সঙ্গে কথা বলতে শেওপুরের অফিসে গিয়েছিলেন মধ্য প্রদেশের কংগ্রেস বিধায়ক বাবু সিং জান্দেল। কিন্তু দেখা করেননি কালেক্টর। তাই অভিনব ভঙ্গিমায় প্রতিবাদ করলেন বাবুসিং।
বিধায়ক বাবু সিংয়ের সঙ্গে কালেক্টরের কাছে গিয়েছিলেন কয়েকজন সমর্থক ও কৃষকরা। অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পরও কালেক্টর দেখা না করায় বাবু সিং ও তাঁর সমর্থকরা সেখানেই প্রতিবাদে বসে পড়েন। শুরু হয় স্লোগান। মাথা নীচু পা উপরে করে প্রতিবাদ দেখাতে থাকেন খোদ বিধায়ক।
मप्र के श्योपुर में अटल एक्सप्रेस वे प्रोजेक्ट में जारी भूमि अधिग्रहण पर कांग्रेस विधायक प्रदर्शन करने पहुंचे, कलेक्टर नहीं मिले तो अर्धनग्न होकर सरकार के खिलाफ शीर्षासन भी कर डाला @ndtvindia @ndtv pic.twitter.com/HE1nPe5d19
— Anurag Dwary (@Anurag_Dwary) September 8, 2020
সমর্থকরা একে একে খুলে ফেলেন জামা। বাবুসিংকে ঘিরে শুরু হয় জোরদার স্লোগান। দীর্ঘক্ষণ চলে এই প্রতিবাদ। কিন্তু এই করোনা সংক্রমণের মাঝেও কারোর মুখে ছিল না মাস্ক। ছিল না সামান্য সামাজিক দূরত্বটুকুও। তবে প্রতিবাদের নতুন ভাষা ছিল।
আরও পড়ুন: মাত্র ২৩ বছর বয়সেই দেশের জন্য আত্মবলিদান! শহিদের মুখাগ্নি করল সাত মাসের ছেলে