Corona Update: দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সর্বনিম্ম, এপ্রিলের পর এই প্রথম!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার।
নিজস্ব প্রতিবেদন: ভারতে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা এপ্রিলের পর সোমবার সর্বনিম্ম। কোভিড আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় দেড় লক্ষের কিছু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী, ৯ এপ্রিলের পর দেশে এত কম আক্রান্তের সংখ্যা। এদিকে যেমন কমছে সংক্রমণ, আবার বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন। যদিও মৃত্যুর হার নিয়ে এখনও চিন্তা রয়েছে। দৈনিক তিন হাজারের উপরেই রয়েছে করোনা মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩ হাজার ১২৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কমেছে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন, যা রবিবারের থেকে অনেকটাই কম। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪।
আরও পড়ুন, মহারাষ্ট্রে ফের বাড়ল লকডাউন, জুনেও জারি কড়া নিয়ম
অন্যদিকে, কোভিড সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফলে ফের লকডাউন বৃদ্ধির পথেই হাঁটল মহারাষ্ট্র। রবিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান জুনের ১৫ তারিখ পর্যন্ত এই লকডাউন চলবে৷ যেসব জেলায় করোনা কমেছে সেখানে নিয়ম শিথিল করা যায় কি না তা সিদ্ধান্ত নেওয়ার পর ঠিক করা হবে বলে জানান হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)