প্রথম দফায় দেশে করোনা ভ্যাকসিন পাবেন ৩ কোটি করোনাযোদ্ধা: হর্ষবর্ধন

দেশের প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। অক্সফোর্ড-অ্য়াস্ট্রাজেনকা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়ে যাওয়ার পর যে কোনও দিনই তা দেওয়া শুরু হতে পারে। কিন্তু কাদের এই ভ্যাকসিন আগে দেওয়া হবে?

Updated By: Jan 2, 2021, 03:44 PM IST
প্রথম দফায় দেশে করোনা ভ্যাকসিন পাবেন ৩ কোটি করোনাযোদ্ধা: হর্ষবর্ধন

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। অক্সফোর্ড-অ্য়াস্ট্রাজেনকা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়ে যাওয়ার পর যে কোনও দিনই তা দেওয়া শুরু হতে পারে। কিন্তু কাদের এই ভ্যাকসিন আগে দেওয়া হবে?

আরও পড়ুন-সারা দেশে বিনামূল্যে করোনার টিকা, জানালেন হর্ষবর্ধন

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন শনিবার দিল্লির গুরু তেগবাহাদুর হাসপাতালে যান করোনা টিকার ড্রাই রান দেখতে। সেখানেই তিনি বলেন,  প্রাথমিকভাবে দেশে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। তার পর অগ্রাধিকারের ভিত্তিতে আগামী জুলাই পর্যন্ত আরও ২৭ কোটি মানুষকে কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে তার পদ্ধতি ঠিক হচ্ছে।

প্রসঙ্গত, টিকাকরণের প্রথমে ধাপে দেশজুড়ে ৩০ কোটি মানুষকে ওই টিকা দেওয়া হবে। এদের মধ্যে ২৭ কোটি মানুষ যাদের টিকা দেওয়া হবে তারা অধিকাংশই হবেন বয়স্ক ও কোমরবিডিটি রয়েছেন এমন মানুষ।

আরও পড়ুন-গরু পাচারকাণ্ড : বিনয় মিশ্রের বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফোনে গুরুত্বপূর্ণ সূত্রের হদিশ

দেশে করোনা ভ্য়াকসিনের অনুমোদনের পর প্রশ্ন উঠছিল, ওই ভ্যাকসিনের দাম কত হবে। দেশে তা বিনামূল্যে দেওয়া হবে কিনা। এনিয়ে শনিবার হর্ষবর্ধন বলেন, শুধুমাত্র দিল্লি নয়,গোটা দেশেই  করোনা ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। 

.