অসমে ফের কার্ফু জারি

ফের হিংসা মাথাচাড়া দিতে শুরু করেছে অসমে। এখনও পর্যন্ত গত কয়েকদিনে সংঘর্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কোকরাঝাড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করেছে প্রশাসন। এছাড়া চিরাং এবং ধুবরি জেলাতেও জারি হয়েছে কার্ফু। তিন জেলায় ফ্ল্যাগমার্চ করেছে সেনা।

Updated By: Aug 8, 2012, 10:27 AM IST

ফের হিংসা মাথাচাড়া দিতে শুরু করেছে অসমে। এখনও পর্যন্ত গত কয়েকদিনে সংঘর্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কোকরাঝাড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করেছে প্রশাসন। এছাড়া চিরাং এবং ধুবরি জেলাতেও জারি হয়েছে কার্ফু। তিন জেলায় ফ্ল্যাগমার্চ করেছে সেনা। 
রাজ্যের সাম্প্রতিক হিংসার কারণ অনুসন্ধানে, সিবিআই তদন্তের সুপারিশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এদিকে অসম ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশে লাগাম পরাচ্ছে না কংগ্রেস। মঙ্গলবার এমনই অভিযোগ করেছেন বিজেপি সভাপতি নীতীন গড়করি। অবিলম্বে অসম-বাংলাদেশ সীমান্ত সিল করার দাবি জানিয়েছেন তিনি। অসম সরকার অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, রাজ্যের ১৪ টি সংগঠনের  গতিবিধিতে নজর রাখছে তারা।
সংঘর্ষ কবলিত অসমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে, গত সপ্তাহে গুয়াহাটি সফরে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। সম্প্রতি অসমের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকায় গোষ্ঠী-সংঘর্ষ বাধার সময় কেন্দ্র সময়মতো সেনা-সাহায্য পাঠায়নি বলে অভিযোগ করেছিলেন। এদিন কেন্দ্রকে দোষারোপের পাশাপাশি দাঙ্গায় সময় কোকড়াঝাড়ে পর্যাপ্ত পুলিস বাহিনী না থাকায় রাজ্য সরকারকেও নিশানা করেন আডবাণী।

.